‘জঙ্গিদের ঘরে ঢুকে মেরে এসেছি’, ভোটের মুখে বড় মন্তব্য মোদীর

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে দেশজুড়ে। এদিকে এই আসন্ন ভোটকে পাখির চোখ করে দ্বিতীয়বার উত্তরাখণ্ডে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ…

'জঙ্গিদের ঘরে ঢুকে মেরে এসেছি', ভোটের মুখে বড় মন্তব্য মোদীর

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে দেশজুড়ে। এদিকে এই আসন্ন ভোটকে পাখির চোখ করে দ্বিতীয়বার উত্তরাখণ্ডে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ বৃহস্পতিবার তিনি ঋষিকেশের আইডিপিএল স্পোর্টস গ্রাউন্ডে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন। সেখানে উরিতে সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোট এয়ার স্ট্রাইকের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ বৃহস্পতিবার মোদী বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার গত ১০ বছরে জঙ্গিদের ঘরে ঢুকে তাঁদের নিকেশ করেছে। উত্তরাখণ্ডের ঋষিকেশে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁর সরকারের গৃহীত প্রধান প্রধান সিদ্ধান্তগুলির কথা তুলে ধরে বলেন, ‘এনডিএ সরকারের আমলেই জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে দেশে একটি শক্তিশালী সরকার রয়েছে। এই ‘মজবুত মোদী সরকার, জঙ্গিদের ঘরে ঢুকে মেরে এসেছে’। যুদ্ধক্ষেত্রেও নিরাপত্তার গ্যারান্টি হয়ে উঠেছে ভারতের তেরঙ্গা। সাত দশক পর জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল থেকে শুরু করে তিন তালাকের বিরুদ্ধে আইন করা হয়েছে। আমাদের শক্তিশালী সরকারই সংসদে ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করেছে এবং সাধারণ শ্রেণির দরিদ্ররাও ১০ শতাংশ সংরক্ষণ পেয়েছে।’

Advertisements

এদিন কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করে মোদী বলেন, ‘কংগ্রেস উন্নয়ন ও ঐতিহ্যের বিরোধী। ভগবান রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। কংগ্রেসই প্রথম রাম মন্দিরের বিরোধিতা করেছিল। আদালতের কাজেও বাধা দেওয়া হয়েছিল, কিন্তু যারা রাম মন্দির তৈরি করেছিল তারা তাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছিল এবং তাদের বাড়ি যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল, তবে তারা সেই সুযোগটিও প্রত্যাখ্যান করেছিল। হিন্দু ধর্মের শক্তি এই অশুভ শক্তিকে ধ্বংস করবে। আমরা তাদের উদ্দেশ্য পূরণ হতে দেব না। তিনি বলেন, এখন কংগ্রেস গঙ্গার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু জনগণ তাদের উচিত শিক্ষা দেবে। উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে হলে পদ্মের অন্ন জোগাতে হবে। বাকিটা আমার গ্যারান্টি।’