১৫ আগস্টের আগে দেশবাসীকে বিশেষ কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন, ব্যস তারপরেই দেশজুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস। তবে এই স্বাধীনতা দিবসে আগে দেশবাসীকে এক গুরুত্বপূর্ণ কাজ সেরে নেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এখন নিশ্চয়ই ভাবছেন যে কী সেই আর্জি?

Advertisements

আজ রবিবার রেডিও অনুষ্ঠান চলাকালীন দেশবাসীর উদ্দেশ্যে বড় বার্তা দেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর বার্তা শুনে সকলেই চমকে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কি বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠানে বললেন যে আগামীকাল ‘টাইগার ডে’ (Tiger Day) পালন করা হবে। তিনি বলেন, ‘বাঘ আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ, আমরা সবাই বাঘের গল্প শুনে বড় হয়েছি।’

একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘জঙ্গলে বসবাসকারী প্রত্যেকেই জানেন কীভাবে বাঘের সঙ্গে মিলেমিশে থাকতে হয়।’ সেইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী আরও একবার ‘হর ঘর তিরঙ্গা অভিযান’ (Har Ghar Tiranga Aviyaan)-এর কথা উল্লেখ করলেন। মোদী বলেন, ‘আগামী ১৫ আগস্ট ‘হর ঘর তিরঙ্গা অভিযান’-এর আওতায় আমরা ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের কাজ করব। সমগ্র দেশবাসীকে এই কাজ করার অনুরোধ জানাচ্ছি।’

Advertisements

অন্যদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ‘এক্স’-এ লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের সঙ্গে যুক্ত ‘হর ঘর তিরঙ্গা অভিযান’ সম্পর্কে দেশবাসীর বিপুল উৎসাহ নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের সকলকে অতীতের মতো এবারও দেশের গর্বের সঙ্গে সেলফি তুলে Tiranga.com হর ঘরে আপলোড করার আহ্বান জানিয়েছেন।’