Narendra Modi: কৃষক-গরিবদের শক্তিশালী করবে এই বাজেট, মন্তব্য মোদীর

কৃষক-গরিবদের শক্তিশালী করবে এই বাজেট। মঙ্গলবার বাজেট পেশের পর একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন সংসদে পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024) পেশ করেন…

কৃষক-গরিবদের শক্তিশালী করবে এই বাজেট। মঙ্গলবার বাজেট পেশের পর একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন সংসদে পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024) পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের এটাই প্রথম বাজেট। আর এই বাজেট নিয়েই এবার দেশবাসীর সামনে বক্তব্য রাখলেন প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে উদ্দেশ্য করে প্রধামন্ত্রী মোদী বলেন, যে দেশের প্রত্যেক শ্রেণিকে শক্তিশালী করাই ছিল এই বাজেটের লক্ষ্য।

দেশের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার পর এই প্রথম দেশবাসীকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যের উল্লেখযোগ্য জায়গাগুলি ছিল – দেশের গরিব মানুষ, গ্রাম এবং কৃষকদের উন্নতিকরণ। দেশে বাজেট পেশ হলেই চিন্তায় পরে যান দেশের মধ্যবিত্ত শ্রেণি (Middle class)। এই কথা মাথায় রেখেই, দেশের মধ্যবিত্ত শ্রেণিকেও শক্তিশালী করার ডাক তাঁর ভাষণে দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও তাঁর বক্তব্যে উঠে এসেছে ব্যবসায়ী শ্রেণির কথা। মোদীর দাবি, এই বাজেটে ব্যবসারীরাও দারুণভাবে উপকৃত হবেন।

   

মোদীর ভাষণের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে ছিল কর্মসংস্থানের (employment generation)কথা। এদিন তিনি জানিয়েছেন যে কাজের প্রচুর সুযোগ তৈরির হবে এবং যারা সবে কর্মজীবনে প্রবেশ করেছেন তাঁরা প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে প্রচুর সুবিধা ভোগ করবেন। এর আগে সংসদ ভবনে অধিবেশন চলাকালীন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন যে কর্মী জীবন যাঁরা প্রথমবার শুরু করেছেন তাঁদের প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দেওয়া হবে এক মাসের বেতন। এছাড়াও প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন যে এক কোটি যুবক ও যুবতীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ তৈরী করবেন তাঁরা । তাঁরা আশা করছেন যে এই সুযোগের সত্ব্যভহার করতে পারবেন গ্রামীণ এলাকার বাসিন্দারাও।

মিলল না টিকিটে ছাড়, বাজেট দেখে হতাশ কোটি কোটি প্রবীণ নাগরিক

কেন্দ্রীয় বাজেট ভাষণে কিছু জিনিসের উপর কর বাড়িয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটির উপর কর বাড়ানো হয়েছে। বাজেটের পর কী কী সস্তা হতে চলেছে, কীসের দাম বাড়তে চলেছে? দেখুন তালিকা…

দাম কমছে…

– সাধারণ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করায় মোবাইল ফোন, মোবাইলের চার্জার এবং অন্যান্য মোবাইল সরঞ্জামের দামও কমতে চলেছে।
– সোনা এবং রুপোর আমদানি শুল্ক ছয় শতাংশ কমানোর ঘোষণা। ফলে দাম কমতে চলেছে সোনা এবং রুপোর।
– প্ল্যাটিনামের উপর থেকে ৬.৪ শতাংশ শুল্ক হ্রাস করা হচ্ছে। ফলে প্ল্যাটিনামের দামও কমতে পারে।
– নিকেল এবং তামার উপর থেকে সাধারণ কর তুলে নিয়েছে সরকার। ফলে এই দুই ধাতুর দামও অনেকটা কমে যাবে
– ২৫টি গুরুত্বপূর্ণ ধাতুর উপর থেকে কর পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে।
– সোলার প্যানেল তৈরির জন্য ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকেও কর তুলে নেওয়ার ঘোষণা।
– সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকে কর পাঁচ শতাংশ কমানো হচ্ছে।

দাম বাড়ছে…

– টেলি যোগাযোগের সরঞ্জামের উপর কর ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। ফলে ওইসব জিনিসের দাম বাড়ছে।
– প্লাস্টিকজাত জিনিসের শুল্ক বাড়ানোর ফলে প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়তে চলেছে।
– অ্যামোনিয়াম নাইট্রেটের উপর সাড়ে সাত থেকে ১০ শতাংশ কর বৃদ্ধি করেছে কেন্দ্র।
– নন-বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে।
– এক বছরেরও কম সময়ের জন্য রাখা ইক্যুইটি বিনিয়োগ- ট্যাক্স ১৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে।

১০ লক্ষ্য টাকা ঋণ, বাজেটে পড়ুয়াদের জন্য বিশেষ ঘোষণা

বেতনভুক কর্মীদের জন্য সুখবর, আয়কর কাঠামোয় বড় ছাড় নির্মলার