Loksabha Election 2024: ভোট নিয়ে সকাল সকাল ইঙ্গিতপূর্ণ বার্তা মোদী-শাহের

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার ১৯ এপ্রিল থেকে শুরু হল প্রথম দফার লোকসভা ভোট (Loksabha Election 2024)। আজ বহু রাজ্যে সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। এরই মাঝে আজ ভোট নিয়ে বড় বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘২০২৪ লোকসভা নির্বাচন শুরু হল আজ। ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে যে নির্বাচন হচ্ছে আজ, ভোটারদের প্রতি আমার আবেদন, রেকর্ড সংখ্যক ভোটদান করুন। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটদাতাদের আমি বিপুল সংখ্যায় ভোটদানেরআহ্বান জানাই। সর্বোপরি, প্রত্যেকটি ভোটের গুরুত্ব আছে আর, প্রতিটি কন্ঠস্বরই গুরুত্বপূর্ণ!’

Advertisements

অন্যদিকে অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আজ একটি গুরুত্বপূর্ণ দিন যখন দেশে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি এই পর্বের সমস্ত ভোটারদের বেশি সংখ্যায় ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি, কারণ আপনাদের একটি ভোট নিরাপদ, উন্নত এবং স্বনির্ভর ভারত গড়ার ক্ষমতা রাখে। আপনার একটি ভোট শুধুমাত্র একটি লোকসভা বা প্রার্থীর ফলাফল নির্ধারণের জন্য নয়, বরং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, এমন এক দৃঢ় ও দৃঢ়প্রতিজ্ঞ নেতৃত্ব বেছে নিন, যিনি দুর্নীতি, পরিবারতন্ত্র এবং তোষণ থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি প্রতিশ্রুতি পূরণ করেছেন। যিনি উন্নয়ন ত্বরান্বিত করেছেন, সীমান্তকে সুরক্ষিত করেছেন, প্রত্যেক দরিদ্রকে স্বাস্থ্য, বাড়ি, বিদ্যুৎ ও গ্যাসের মতো সুবিধা দিয়েছেন এবং ভারতের সংস্কৃতি ও সাংস্কৃতিক প্রতীককে সংরক্ষণ করেছেন।’

   

 

Advertisements