দেশজুড়ে তৃতীয় দফায় লোকসভা ভোটের শুরু হল আজ মঙ্গলবার সকাল থেকে। আর সকাল সকাল দেশবাসীকে চমক দিলেন দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আহমেদাবাদে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আজ আমাদের দেশে ‘দান’ খুব গুরুত্বপূর্ণ এবং একই চেতনা নিয়ে দেশবাসীর আরও বেশি করে ভোট দেওয়া উচিত। প্রধানমন্ত্রী মোদী বলেন, এখনও ৪ দফা ভোট বাকি। এর আগে রানিপের নিশান স্কুলে পৌঁছালে মোদীকে স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী মোদীকে দেখতে হাজির ছিলেন বিপুল সংখ্যক মানুষ। এই উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী করমর্দন করে দেশবাসীর শুভেচ্ছা গ্রহণ করেন।
ভোট দেওয়ার পর মোদী বলেন, ‘গণতন্ত্রে ভোট দেওয়া কোনও সাধারণ দান নয়। আমাদের দেশে দানশীলতার গুরুত্ব রয়েছে। আর একই চেতনা নিয়ে দেশবাসীকে বেশি বেশি করে ভোট দিতে হবে। আজ তৃতীয় দফার ভোটগ্রহণ। তিন সপ্তাহ ধরে নির্বাচন হবে এবং চার দফার বাকি। এখানে ভোটার হিসেবে ভোট দিচ্ছি। অমিত ভাই এখান থেকে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাকে এখন অনেক রাজ্যে যেতে হবে। আমি দেশের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা উৎসাহের সাথে অংশগ্রহণ করে। আমি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই যে দেশে প্রথম দু’দফায় কোনও হিংসার ঘটনা ঘটেনি।’
Prime Minister Narendra Modi shows his inked finger after casting his vote at a polling booth in Ahmedabad, Gujarat#LokSabhaElections2024 pic.twitter.com/ABRs9UGzj3
— ANI (@ANI) May 7, 2024