Ram Mandir: বুলডোজার দিয়ে রাম মন্দির গুঁড়িয়ে দিতে পারে, আশঙ্কা করছেন মোদী

২০২৪ সালের জানুয়ারি মাসে দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দির (Ram Mandir) পেয়েছেন দেশবাসী। অযোধ্যায় থাকা রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিস্থা হয়েছে। কিন্তু চলতি লোকসভা ভোটের মধ্যেই এই…

Ayodhya's Ram Mandir Terror Plot Foiled, Suspect Arrested with Grenades

short-samachar

২০২৪ সালের জানুয়ারি মাসে দীর্ঘ প্রতীক্ষিত রাম মন্দির (Ram Mandir) পেয়েছেন দেশবাসী। অযোধ্যায় থাকা রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিস্থা হয়েছে। কিন্তু চলতি লোকসভা ভোটের মধ্যেই এই রাম মন্দিরের ওপর বুলডোজার চলতে পারে বলে আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

   

আজ শুক্রবার উত্তরপ্রদেশে এক নির্বাচনী জনসভায় কংগ্রেস ও সপা জোটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাবাঁকিতে তিনি বলেন, ‘সপা-কংগ্রেসের লোকজন ক্ষমতায় এলে রামলালাকে তাঁবুতে করে রাখবে এবং রাম মন্দিরের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দেবে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাবাঁকির সমাবেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন।

এদিন নাম না করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরকেও নিশানা করেন। মোদী বলেন, ‘এখানে যে বাবুয়া জি অর্থাৎ সমাজতান্ত্রিক রাজপুত্র আছেন, তিনি এখন নতুন এক পিসির আশ্রয় নিয়েছেন। তার নতুন পিসি বাংলায় আছে। এখন তার বাংলার পিসি ইন্ডি জোটকে বলেছে যে আমি বাইরে থেকে তোমাকে সমর্থন করবেন। ইন্ডি জোটের আর একটি দল অপর পক্ষকে বলেছে, পাঞ্জাবে আমাদের বিরুদ্ধে কথা বললে সাবধান। এমনকি প্রধানমন্ত্রী পদের জন্যও তারা মুঙ্গেরি লালকে পিছনে ফেলে দিচ্ছে।’

মোদী বলেন, তাঁদের স্বপ্নের দিকে তাকিয়ে থাকুন। কংগ্রেসের এক নেতা জানিয়েছেন, রায়বেরিলির মানুষ প্রধানমন্ত্রীকেই বেছে নেবেন। এ কথা শুনে সমাজতান্ত্রিক যুবরাজের হৃদয় ভেঙে গিয়েছে। শুধু চোখের জল বেরোয়নি, হৃদয়ের সব ইচ্ছা ভেসে গেছে। প্রধানমন্ত্রীর অভিযোগ, সপা-কংগ্রেসের লোকেরা সরকারে এলে রামলালাকে তাঁবুতে ঢুকিয়ে মন্দিরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে। যোগীজির কাছ থেকে কি এটাই শেখার আছে? আরে, যোগীজির কাছ থেকে টিউশনি নিয়ে যান, কোথায় বুলডোজার চালাবেন আর কোথায় চালাবেন না।