Saturday, December 6, 2025
HomeBharatচোখের নিমেষে ধ্বংস হবে পাকিস্তান! ভারতকে শক্তিশালী মিসাইল পাঠাচ্ছে রাশিয়া

চোখের নিমেষে ধ্বংস হবে পাকিস্তান! ভারতকে শক্তিশালী মিসাইল পাঠাচ্ছে রাশিয়া

- Advertisement -

মোদী ম্যাজিক! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া (Missile) থেকে ফিরতেই প্রকাশ্যে এল বিরাট খবর। রাশিয়া থেকে শিগগির ১২০টি অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল (Missile) পেতে চলেছে ভারত। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যানুয়াল সামিটে যোগ দিতে রাশিয়ার রাজধানী মস্কো যান। তিনি দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই ভারতের জন্য এল সুখবর। ভারতের সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে এই মিসাইল। 

Advertisements

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, 40N6 মিসাইলগুলি প্রচন্ড শক্তিশালী। যে কোনও বোমা, হাইপারসনিক ক্রুজ ব্যালিস্টিক মিসাইলকে চোখের নিমেষে ধ্বংস করে দিতে পারে এই মিসাইল। অর্থাৎ এটা পরিষ্কার যে শত্রুপক্ষের ঘুম ওড়াতে বড় ভূমিকা নিতে পারে এই মিসাইল। ২০১৯ সালের ২৬ শে ফেব্রুয়ারি বালাকোট এয়ার স্ট্রাইকের পরই এই ধরনের মিসাইল কেনার সিদ্ধান্ত নেয় ভারত। এরপরই বন্ধু রাষ্ট্র রাশিয়ার সঙ্গে এই বিষয়ে চুক্তি করে নরেন্দ্র মোদীর ভারত।

   

বালাকোট এয়ার স্ট্রাইক চলাকালীন ইন্ডিয়ার মিরাজ ২০০০ ফাইটার জেট লাইন অফ কন্ট্রোল পেরিয়ে পাকিস্তানে জৈশ-ই-মহম্মদের ঘাঁটি ভেঙে তছনছ করে দেয়। পুলওয়ামা হামলায় ক্ষতবিক্ষত ভারত বালাকোট এয়ার স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছিল। সেই সময় গোটা বিশ্বে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাত।

চমকে দেওয়া বিষয়, ভারতের একমাত্র এই রাজ্যেই রয়েছে মাত্র একটি রেল স্টেশন

বরাবরই ভারত মিসাইল সংগ্রহে জোর দিয়েছে। কিন্তু কোভিড, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহ অন্যান্য কারণে এই মিসাইল পেতে কিছুটা দেরি হচ্ছিল। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এরপরই জট কাটে। রাশিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়, খুব শিগগির তারা মিসাইলগুলি ভারতের হাতে তুলে দেবে। দুটি এস ৪০০ সিস্টেমও নয়াদিল্লির হাতে তুলে দেবে মস্কো। 

সূত্রের খবর, রাশিয়া ভারতের হাতে যে মিসাইলগুলি তুলে দিচ্ছে সেগুলি বিশ্বের অন্যতম আধুনিক সরঞ্জাম। ৪০০ কিলোমিটার অবধি দূরে থাকা শত্রুকে চোখের নিমেষে ছারখার করে দিতে সক্ষম এই মিসাইল।

NDA-তে চূড়ান্ত ডামাডোল! হাতছাড়া হবে মহারাষ্ট্র? তড়িঘড়ি বৈঠকে মোদী

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular