নয়াদিল্লি: বিহার কংগ্রেসের শেয়ার করা একটি এআই-তৈরি ভিডিওকে ঘিরে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার দলের অফিশিয়াল এক্স (X) হ্যান্ডল থেকে প্রকাশিত সেই ভিডিয়োয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মা হীরাবেনকে ঘিরে ব্যঙ্গচিত্র ফুটিয়ে তোলা হয়। বিজেপির অভিযোগ, এতে শুধু প্রধানমন্ত্রী নয়, তাঁর প্রয়াত মাকেও কটাক্ষ করা হয়েছে, যা রাজনৈতিক শালীনতার সব সীমা ছাড়িয়েছে।
ভিডিওতে কী দেখানো হয়েছে
ভিডিয়োতে প্রধানমন্ত্রী সদৃশ এক চরিত্রকে দিনের শেষে শুতে যেতে দেখা যায়। ঘুমোনোর আগে সে বলে, “আজকের ভোট চুরি শেষ, এখন নিশ্চিন্তে ঘুমানো যাক।” এরপর স্বপ্নে হাজির হন হীরাবেন সদৃশ এক মহিলা চরিত্র, যিনি ছেলেকে ভর্ৎসনা করে বলেন, “ভোটের জন্য মায়ের নাম ব্যবহার করা কি ঠিক?” ভিডিয়োর শেষ দিকে সেই মহিলা প্রশ্ন করেন, “রাজনীতির জন্য তুমি আর কতটা নিচে নামবে?” আর তখনই ঘুম ভেঙে চমকে ওঠে চরিত্রটি।
বিজেপির ক্ষোভ PM Modi’s Mother Targeted Again
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দেয় বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এক্স-এ লেখেন, “বিহার কংগ্রেস আজ সব সীমা ছাড়িয়ে গেল। প্রয়াত এক মহিলাকে নিয়ে এমন কটাক্ষ জঘন্য ছাড়া কিছু নয়। এ শুধু প্রধানমন্ত্রী নয়, মহিলাদের ও মাতৃত্বশক্তিরও অপমান।” তিনি আরও বলেন, “গান্ধীওয়াদির বদলে কংগ্রেস এখন গালি-ওয়াদি দলে পরিণত হয়েছে।”
জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী অভিযোগ করেন, রাহুল গান্ধীর নেতৃত্বেই কংগ্রেস এ ধরনের পদক্ষেপ করছে। তাঁর কথায়, “কংগ্রেস-আরজেডি জোট বারবার প্রধানমন্ত্রীর মাকে অপমান করছে। বিহারের মানুষ এ বার এর জবাব দেবে।”
আগের বিতর্ক
এর আগেও একই রকম অভিযোগ উঠেছিল। গত মাসে রাহুল গান্ধীর ‘ভোট অধিকারের যাত্রা’ চলাকালীন বিজেপি দাবি করে, দরভাঙ্গায় কংগ্রেস-আরজেডি মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে নিয়ে অশ্লীল স্লোগান দেওয়া হয়েছিল। সে সময় আবেগপ্রবণ হয়ে মোদী বলেছিলেন, “মা আমাদের আত্মমর্যাদা। আমি কল্পনাও করতে পারিনি, বিহারের মতো ঐতিহ্যশালী মাটিতে আমার প্রয়াত মাকে নিয়ে অপমান করা হবে।”
বিরোধীরা অবশ্য পাল্টা যুক্তি দেয়। আরজেডি নেত্রী রোহিণী আচার্যের দাবি, “কারও মা বা বোনকে নিয়ে রাজনীতিতে অপমান করা যায় না। প্রধানমন্ত্রীও যেন একই নিয়ম মানেন, যখন তিনি কংগ্রেস নেত্রীদের সম্পর্কে কটূক্তি করেছিলেন।”
রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে
ভিডিয়োকে ঘিরে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। বিজেপি অভিযোগ করছে, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করছে। অন্যদিকে বিরোধীরা বলছে, শালীনতার পাঠ কেবল তাঁদের নয়, ক্ষমতাসীনদেরও মানতে হবে।
Bharat: A new political storm has erupted over a controversial AI-generated video shared by Bihar Congress, which mocks PM Narendra Modi and his late mother, Hiraben. The BJP has condemned the video as a new low in political discourse.