মণিপুরবাসীর ভরসা মোদী, দাবি দিলীপ ঘোষের

আগামী শনিবার ১৩ সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বর্তমান অশান্ত পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।…

PM Modi’s Manipur Visit Will Empower People, Opposition Fears Peace: Dilip Ghosh

আগামী শনিবার ১৩ সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বর্তমান অশান্ত পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে বিজেপি নেতাদের মতে, মোদীর উপস্থিতি মণিপুরবাসীর কাছে এক বড় আশা এবং শক্তির উৎস হয়ে উঠবে। দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিন এক মন্তব্যে বলেন, “মণিপুর সফরে মোদীর উপস্থিতি সাধারণ মানুষকে শক্তি জোগাবে।” তাঁর মতে, গত কয়েক মাসে মণিপুরে অশান্তি ও অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। সেই পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর এই সফর কেবল প্রশাসনিক স্তরে নয়, সাধারণ মানুষের মনোবল বাড়াতেও সাহায্য করবে।

Advertisements

দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্য বিরোধীদের দিকেও তীর ছুড়েছে। তাঁর অভিযোগ, বিরোধীরা আসলে মণিপুরে শান্তি চায় না। শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে তাঁরা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে চাইছে। দিলীপ ঘোষ বলেন, “বিরোধীদের মূল উদ্দেশ্য রাজনীতির মঞ্চে ফায়দা তোলা। কিন্তু প্রধানমন্ত্রী মণিপুরে গেলে মানুষের মধ্যে ভরসা ফিরে আসবে।”

   

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মণিপুরের পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই দেশজুড়ে সমালোচনা চলছে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর সরাসরি মণিপুর সফরকে বিজেপি একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবেই তুলে ধরতে চাইছে। বিজেপি শিবিরের দাবি, এই সফরের মাধ্যমে মোদী শুধু পরিস্থিতি খতিয়ে দেখবেন না, বরং সাধারণ মানুষকেও আশ্বস্ত করবেন। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই মণিপুর অশান্ত। এতদিনে প্রধানমন্ত্রী সেখানে সফরে যাচ্ছেন, এটি দেরিতে নেওয়া সিদ্ধান্ত।