বাম দেখিয়ে ডানে আঘাত! মোদীর স্ট্র্যাটেজিতে ফের বিভ্রান্ত পাকিস্তান

নয়াদিল্লি: পাকিস্তান যেন আবারও পুরনো ভুলের ফাঁদে পা দিল। ২০১৯-এ বালাকোট, আর এবার ২০২৫-এর অপারেশন সিঁদুর—দুটি অভিযানেই স্ক্রিপ্ট ছিল প্রায় হুবহু এক, শুধু বদলেছে তারিখ।…

pm modis art of deception

নয়াদিল্লি: পাকিস্তান যেন আবারও পুরনো ভুলের ফাঁদে পা দিল। ২০১৯-এ বালাকোট, আর এবার ২০২৫-এর অপারেশন সিঁদুর—দুটি অভিযানেই স্ক্রিপ্ট ছিল প্রায় হুবহু এক, শুধু বদলেছে তারিখ। মোদী স্টাইলের ‘শান্ত মুখ, গর্জনহীন বাজ পড়া’ কৌশলে কেঁপে উঠল সীমান্তপারে জঙ্গি ঘাঁটিগুলি।

মোদীর ‘ওয়ার ফেস’: ঠাণ্ডা মাথার ঘুঁটি

যখন পাকিস্তান ভাবছে ভারত এখনো প্রস্তুতি নিচ্ছে, তখন ভারতের যুদ্ধবিমানে টার্গেট লক। মে ৬-এর রাতে যখন অপারেশন সিঁদুরে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হচ্ছে, কয়েক ঘণ্টা আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির একটি মিডিয়া ইভেন্টে আর্থিক লক্ষ্য আর উন্নয়নের স্বপ্নের কথা বলছেন—না রাগ, না হুঁশিয়ারি, না কোনো চাপের ছাপ।

   

একই চিত্র ২০১৯ সালেও দেখা গিয়েছিল। বালাকোট অভিযানের আগেও তিনি অংশ নেন জাতীয় যুদ্ধস্মারক উদ্বোধনে, পরে রাতে মিডিয়া সামিটে বক্তৃতা দেন—একেবারে নিশ্চিন্ত, অপ্রতিরোধ্য ভঙ্গিতে।

পাকিস্তানের জন্য ‘ওপেন সিক্রেট’: তবু বোঝার বুদ্ধি কই? PM Modi’s art of deception

একবার ঠকলে দুর্ঘটনা, কিন্তু একই নাটক দ্বিতীয়বার খেললে সেটা বোকামি। পাকিস্তান চাইলেই ২০১৯-এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারত। কিন্তু মোদীর মুখ দেখে কিছু বোঝা মুশকিল—এটাই তাঁর ‘ওয়ার ট্যাকটিক’। কেউ বুঝতেই পারছে না, কখন উনি ভাবছেন, আর কখন আঘাত করতে চলেছেন।

‘Red Herring’ কৌশলের মাস্টারক্লাস

বিশ্ববিদ্যালয়ের কৌশলবিদ্যার ক্লাসে এখন হয়তো পড়ানো হবে ‘মোদী ডকট্রিন’। কীভাবে আগাম সংকেত দিয়েও শত্রুকে ভুল পথে চালিত করা যায়, এবং তারপর নিশানা লাগিয়ে কার্যসিদ্ধি—এই অপারেশন সেই পাঠ্যবইয়ের উদাহরণ হয়ে থাকবেই।

“Nation First”—যে বার্তায় ছিল অদৃশ্য হুঙ্কার

মিডিয়া ইভেন্টে মোদী বলেছিলেন, “সরকারের সিদ্ধান্ত নির্ভর করা উচিত দেশের স্বার্থে, লোক কী বলবে সেটা নয়।” তখন হয়তো অনেকেই কথাটাকে রাজনৈতিক বক্তব্য ভেবেছিল। এখন বোঝা যাচ্ছে, সেটাই ছিল পরোক্ষে যুদ্ধঘোষণা।

মোদী যেদিকে তাকান না, ভয়টা সেদিকেই রাখা উচিত। মোদী যুদ্ধ শুরু করেন মুখে নয়, শুরু করেন মনস্তত্ত্ব দিয়ে। এবং একবার যখন আঘাত করেন, তখন শত্রু বুঝতেও পারে না, কোথা থেকে এল বজ্রপাত। ‘Indicate left, strike right’—এটাই মোদী ব্র্যান্ডের নয়া যুদ্ধনীতি। আর পাকিস্তান, বারবার সেই ভুলেই ভুগছে।

 Bharat: Modi’s ‘Operation Sindoor’ mirrors Balakot, striking Pakistan terror bases. Silent strategy, sudden strike. Pakistan’s failure to learn, Modi’s ‘red herring’ tactics.

Advertisements