Covid 19: ওবামার দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর

কোভিডে আক্রান্ত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন সকলকে। এদিকে তাঁর স্ত্রীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। উদ্বিগ্নে রয়েছে ওবামা পরিবার।

এদিকে ওবামার দ্রুত আরোগ্য কামনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘বারাক ওবামার দ্রুত আরোগ্য কামনা করছি। পরিবারের আরো ভালো স্বাস্থ্যের কামনা করছি।’

   

প্রসঙ্গত, ওবামা পাতত নিজেকে আইসোলেট করে রেখেছেন ওবামা। তিনি টুইটারে লিখেছেন, “কয়েকদিন ধরে আমার গলায় ব্যথা আছে। কিন্তু এছাড়া ভালোই বোধ করছি। মিশেল এবং আমি টিকা এবং বুস্টার ডোজ নেওযার জন্য কৃতজ্ঞ। তার রেজাল্ট নেগেটিভ এসেছে। যদি আপনি ইতিমধ্যে টিকা না নেন, তবে আপনাকে মনে করিয়ে দিচ্ছি।”

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন