নয়াদিল্লি: আগামী সপ্তাহে ব্রিটেন ও মালদ্বীপে দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত সফর চলবে তাঁর। এই সফর দুই দেশের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে (pm modi uk maldives visit)।
ব্রিটেনে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পথে
২৩ ও ২৪ জুলাই ব্রিটেনে থাকবেন প্রধনমন্ত্রী মোদী। সফরের মূল আকর্ষণ হবে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর, যা দীর্ঘ তিন বছর আলোচনার পর বাস্তবায়নের পথে। এই চুক্তির ফলে ভারতীয় রপ্তানির ৯৯ শতাংশ পণ্যে শুল্ক ছাড় মিলবে। একইসঙ্গে ভারতের বাজারে ব্রিটিশ হুইস্কি, বিলাসবহুল গাড়ি ও পরিষেবা খাতের প্রবেশাধিকার আরও সহজ হবে।
এই FTA শুধু অর্থনীতিই নয়, নিরাপত্তা, প্রযুক্তি ও কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রেও দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করবে।
মালদ্বীপে মোদী, নতুন নেতৃত্বে সম্পর্ক মেরামতের বার্তা
২৫ ও ২৬ জুলাই মোদী যাবেন মালদ্বীপ। সেখানে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে ৬০তম জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
‘ইন্ডিয়া আউট’ প্রচারের জেরে দুই দেশের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছিল। তবে মুইজ্জুর ভারত সফরের পর এবার মোদীর সফর সেই সম্পর্কে আস্থা ও সহযোগিতার নতুন সুর বয়ে আনবে বলেই আশা করা হচ্ছে।
ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতির আওতায় মালদ্বীপ গুরুত্বপূর্ণ সামুদ্রিক অংশীদার। এই সফরে প্রতিরক্ষা, অবকাঠামো উন্নয়ন ও সমুদ্র নিরাপত্তা, তিনটি ক্ষেত্রেই নতুন সমঝোতার ইঙ্গিত রয়েছে।