মোদীর স্বাস্থ্য নারী অভিযান শুরু, দেশজুড়ে ১ লক্ষ শিবির

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৭ সেপ্টেম্বর দেশের ইতিহাসে মহিলাদের ও শিশুদের জন্য বৃহত্তম স্বাস্থ্য প্রচার অভিযান শুরু করতে চলেছেন। ‘স্বাস্থ্য নারী (Swasth Nari Abhiyaan),…

modi on india gdp growth

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৭ সেপ্টেম্বর দেশের ইতিহাসে মহিলাদের ও শিশুদের জন্য বৃহত্তম স্বাস্থ্য প্রচার অভিযান শুরু করতে চলেছেন। ‘স্বাস্থ্য নারী (Swasth Nari Abhiyaan), শক্তিশালী পরিবার অভিযান’ এবং অষ্টম ‘পোশন মাস’ (Poshan Maah) যৌথভাবে উদ্বোধন হবে। এর লক্ষ্য মহিলাদের, কিশোরী এবং শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা সহজলভ্য ও মানসম্পন্ন করা।

এই কর্মসূচি পরিচালনা করছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রক দেশজুড়ে স্বাস্থ্য শিবির ও সরকারি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেবে, আর মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে মহিলাদের ও কিশোরীদের পুষ্টি সচেতনতা, অ্যানিমিয়া প্রতিরোধ, সুষম খাদ্যাভ্যাস এবং ঋতুচক্র স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন করবে।

   

সরকারি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, “এই অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন—স্বাস্থ্য, পুষ্টি ও ফিটনেস—কে এগিয়ে নিয়ে যাবে।” এতে একদিকে যেমন মহিলাদের স্বাস্থ্যসেবা উন্নত হবে, তেমনই যক্ষ্মা, সিকেল সেল রোগ, অ্যানিমিয়া ও অ-সংক্রামক রোগের প্রাথমিক শনাক্তকরণ ও চিকিৎসার দিকেও জোর দেওয়া হবে।

১ লক্ষ স্বাস্থ্য শিবির: ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে আয়োজন।

বিশেষজ্ঞ পরিষেবা: স্ত্রীরোগ, শিশুচিকিৎসা, চর্মরোগ, চোখ-কান-নাক-গলা (ENT), দন্ত চিকিৎসা, মানসিক স্বাস্থ্য।

Advertisements

সহযোগী প্রতিষ্ঠান: AIIMS, রেলওয়ে হাসপাতাল, প্রতিরক্ষা হাসপাতাল, ESIC হাসপাতাল, CGHS সেন্টার, এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

সম্প্রদায়ের অংশগ্রহণ: কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রী, সাংসদ, ASHA কর্মী, ANM, অঙ্গনওয়াড়ি কর্মী, SHGs, পঞ্চায়েত, যুব সংগঠন ও MY Bharat স্বেচ্ছাসেবক সক্রিয় ভূমিকা নেবে।

স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা জানান, এই অভিযানের লক্ষ্য হল মহিলাদের ও শিশুদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং সচেতনতা বাড়ানো। তিনি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সংস্থাগুলিকেও এগিয়ে এসে এই অভিযানের অংশ হতে আহ্বান জানান।ৃ