নারী-শিশুর স্বাস্থ্য রক্ষায় নতুন মেগা অভিযান শুরু করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৭ সেপ্টেম্বর তাঁর জন্মদিনে মধ্যপ্রদেশের ধর জেলায় একাধিক গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কর্মসূচি ও প্রকল্পের সূচনা করবেন। প্রধানমন্ত্রীর দফতরের তথ্য অনুযায়ী, মোদী “সুস্থ…

Modi Government Kashmir Policy

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৭ সেপ্টেম্বর তাঁর জন্মদিনে মধ্যপ্রদেশের ধর জেলায় একাধিক গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কর্মসূচি ও প্রকল্পের সূচনা করবেন। প্রধানমন্ত্রীর দফতরের তথ্য অনুযায়ী, মোদী “সুস্থ নারী, শক্তিশালী পরিবার” (Swasth Nari Sashakt Parivar) এবং “অষ্টম জাতীয় পুষ্টি মাস” কর্মসূচি শুরু করবেন।

নারী ও শিশুর স্বাস্থ্যে জোর:
১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী এই বিশেষ অভিযান চলবে। আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি হেলথ সেন্টার, জেলা হাসপাতালসহ সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রতিদিন স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে। এক লক্ষাধিক স্বাস্থ্য শিবির আয়োজিত হবে, যা ভারতের ইতিহাসে নারী ও শিশুদের জন্য সর্ববৃহৎ স্বাস্থ্য অভিযান হিসেবে চিহ্নিত হবে।

   

এই অভিযানের মূল লক্ষ্য হলো মহিলাকেন্দ্রিক প্রতিরোধমূলক, প্রোমোটিভ এবং চিকিৎসামূলক পরিষেবা পৌঁছে দেওয়া। ক্যানসার, অ্যানিমিয়া, যক্ষ্মা, সিকল সেল রোগের মতো অসংক্রামক রোগের স্ক্রিনিং, প্রাথমিক সনাক্তকরণ ও চিকিৎসা লিঙ্কেজ আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি মাতৃস্বাস্থ্য, শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য, পুষ্টি, টিকাকরণ, ঋতুচক্র স্বাস্থ্যবিধি, মানসিক স্বাস্থ্য ও জীবনধারার সচেতনতা কার্যক্রমও চালানো হবে।

বিশেষায়িত চিকিৎসা ও প্রযুক্তি ব্যবহার:
চিকিৎসা কলেজ, জেলা হাসপাতাল ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে গাইনোকলজি, পেডিয়াট্রিকস, চক্ষু, নাক-কান-গলা, দন্ত, ত্বক ও মনোবিদ্যা পরিষেবা প্রদান করা হবে। পাশাপাশি সারা দেশে রক্তদান শিবির আয়োজন করা হবে। দাতাদের নাম ই-রক্তকোষ পোর্টালে নথিভুক্ত করা হবে এবং মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে অঙ্গীকার প্রচার চালানো হবে।

মাতৃ ও শিশুকল্যাণে নতুন উদ্যোগ:
প্রধানমন্ত্রী এক ক্লিকেই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অধীনে প্রায় ১০ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর করবেন। মাতৃ ও শিশুর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য চালু হবে “সুমন সখী চ্যাটবট”, যা বিশেষত গ্রামীণ ও দুর্গম এলাকার গর্ভবতী মহিলাদের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেবে।

Advertisements

সিকল সেল অ্যানিমিয়ার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে তিনি রাজ্যে এক কোটি তম সিকল সেল স্ক্রিনিং ও কাউন্সেলিং কার্ড বিতরণ করবেন।

আদিবাসী উন্নয়ন ও ‘আদি সেবা উৎসব’:
‘আদি কর্মযোগী অভিযান’-এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশে শুরু করবেন “আদি সেবা উৎসব”। এই কর্মসূচি স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, দক্ষতা উন্নয়ন, জীবিকা বৃদ্ধি, স্যানিটেশন, জল সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় আদিবাসী সমাজের উন্নয়নকে ত্বরান্বিত করবে। প্রতিটি গ্রামকে কেন্দ্র করে “ট্রাইবাল ভিলেজ অ্যাকশন প্ল্যান” ও “ভিশন ২০৩০” রোডম্যাপ তৈরি করা হবে।

অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন দিগন্ত:
মোদীর 5F ভিশন—Farm to Fibre, Fibre to Factory, Factory to Fashion, Fashion to Foreign—অনুযায়ী ধর জেলায় উদ্বোধন হবে PM MITRA পার্ক। ২,১৫০ একরেরও বেশি বিস্তৃত এই শিল্পপার্কে আধুনিক পরিকাঠামো যেমন সৌর বিদ্যুৎ কেন্দ্র, উন্নত সড়ক এবং বর্জ্য শোধনাগার থাকবে। প্রায় ২৩,১৪০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব ইতিমধ্যেই এসেছে, যা থেকে প্রায় ৩ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়বে।

নারীর ক্ষমতায়ন ও পরিবেশ রক্ষা:
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের অংশ হিসেবে মোদী “এক বাগিয়া মা কে নাম” কর্মসূচির আওতায় মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর হাতে চারা গাছ তুলে দেবেন। মধ্যপ্রদেশের ১০ হাজারেরও বেশি মহিলা “মা কি বাগিয়া” তৈরি করবেন।
এইভাবে প্রধানমন্ত্রী মোদী জন্মদিনকে পরিণত করছেন সারা দেশের জন্য এক বিশাল স্বাস্থ্য, উন্নয়ন ও সামাজিক কল্যাণ অভিযানে।