PM Modi: ১৫ লাখ টাকার স্বপ্ন অতীত, ১৫ আগস্টে ‘লাখপতি দিদি’ প্রকল্প মোদীর

দেশ জুড়ে লাখপতি দিদি প্রকল্পের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। স্বাধীনতা দিবসের ভাষণ থেকে (PM Modi) তিনি দেশজুড়ে ২ লক্ষ মহিলাকে লাখপতি করার জন্য ‘লাখপতি…

PM Narendra Modi

দেশ জুড়ে লাখপতি দিদি প্রকল্পের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। স্বাধীনতা দিবসের ভাষণ থেকে (PM Modi) তিনি দেশজুড়ে ২ লক্ষ মহিলাকে লাখপতি করার জন্য ‘লাখপতি দিদি’ প্রকল্পের ঘোষণা করেন।

এর পরেই ঘুরে আসছে, মোদীকে ঘিরে জন প্রতি ১৫ লাখ টাকা দেওয়ার বিতর্ক। বিরোধীদের দাবি, সেই প্রতিশ্রুতি কোথায় গেল। তবে বিজেপির দাবি, মোদী এমন দাবি করেননি। এটা তাঁর একটি প্রকল্পকে বিকৃত করে প্রচার। এবার মোদীর তরফে লাখপতি দিদি প্রকল্প ঘোষণা করার পর রাজনৈতিক মহল সরগরম। অভিযোগ, তিনি স্বাধীনতা দিবসের মঞ্চকে রাজনৈতিক কাজে ব্যবহার করেছেন

   
Advertisements

৭৭ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন মহিলাদের ক্ষমতায়নের কথা। মোদী বলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মহিলা পাইলট রয়েছে ভারতে। স্বনির্ভর গোষ্ঠীতে মহিলাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি অঙ্গ দুর্বল হলে পুরো শরীর দুর্বল হয়। তাই সমাজের সমস্ত স্তরকে উন্নীত করা চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন দেবে ভারত সরকার। কৃষিকাজে ড্রোনের সাহায্য নিলে উন্নতি ঘটবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আপাততত ১৫ হাজার ড্রোন দেবে ভারত সরকার।