Modi: ঝাঁটা হাতে মোদীর আক্ষেপ ‘খাওয়া আর ঘুমের সময় পাচ্ছি না’

গান্ধী জয়ন্তীর আগে ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর আহ্বানে দেশজুড়ে স্বচ্ছতা অভিযান চলেছে। এই অভিযানের নিজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী ময়লা…

short-samachar

গান্ধী জয়ন্তীর আগে ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর আহ্বানে দেশজুড়ে স্বচ্ছতা অভিযান চলেছে। এই অভিযানের নিজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী ময়লা সাফ করেন। যে ভিডিও মোদী শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে সত্তরোর্ধ বয়স হলেও তিনি বেশ কর্মক্ষম। ঝাঁটা দিয়ে ময়লা সাফ করতে করতে সহযোগীকে আক্ষেপ করে বলছেন, এখন এমন অবস্থা যে খাওয়া ও ঘুমের সময় নেই। মোদীর এই মন্তব্য ভাইরাল হয়ে গেছে।

   

মোদীর এই দাবি নিয়ে রাজনৈতিক মহল গরম। বিরোধীদের কটাক্ষ, লোকসভা ভোটের দিকে তাকিয়ে মোদী কিছু বানানো কথা বলেছেন। বিরোধীদের অভিযোগ, মোদী যা দাবি করেছেন তার প্রমাণ নেই। আর বিজেপি শিবিরের প্রচার দেশবাসীর জন্য কর্মমুখর মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 অক্টোবরে পরিচ্ছন্নতার সাথে ফিটনেস এবং সুস্থতার মিশ্রণের জন্য জোর দেন। ঝাঁটা হাতে ফিটনেস এক্সপার্ট অঙ্কিত বায়ানপুরিয়ার সাথে স্বচ্ছতা অভিযানে অংশ নেন মোদী। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে 4 মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন “আজ, যেমন জাতি স্বচ্ছতাকে কেন্দ্র করে, অঙ্কিত বায়ানপুরিয়া এবং আমিও তাই করেছি! শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার বাইরে, আমরা ফিটনেস এবং ভাল- মিশ্রিতও হচ্ছে। এটি সবই সেই স্বচ্ছ এবং স্বস্থ ভারত ভাবনা সম্পর্কে!”

প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযানের আহ্বানে সাড়া দিয়ে রাজনীতিবিদ থেকে শুরু করে ছাত্রদের সকল স্তরের মানুষ ঝাঁটা হাতে এবং ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানে অংশ নিয়েছিলেন।