রাজনাথ ও সেনা শীর্ষকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে মোদী

ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমশ বেড়ে চলা উত্তেজনার আবহে শনিবার দিল্লিতে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিন বাহিনীর প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ…

PM Modi Security Meeting

ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমশ বেড়ে চলা উত্তেজনার আবহে শনিবার দিল্লিতে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিন বাহিনীর প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) অণিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং অন্যান্য শীর্ষ নিরাপত্তা আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

সীমান্তে পাকিস্তানের অতিসক্রিয়তা

সূত্রের খবর, বৈঠকে সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের অতিসক্রিয়তা, বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা এবং সেনা মোতায়েন সংক্রান্ত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করা হয়। ভারত কোন পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দেবে, সেই বিষয়েও একটি সুসংহত রূপরেখা তৈরি হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

   

‘অপারেশন সিঁদুর’ নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিস্রী বলেন, “সীমান্তে পাকিস্তানের তরফে একের পর এক উসকানিমূলক কার্যকলাপের জবাবে ভারত পরিমিত ও দায়িত্ববান প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু প্রয়োজন পড়লে আরও কড়া পদক্ষেপ করতেও পিছপা হবে না।”

ভারতীয় বায়ুসেনার ঘাঁটিগুলিকে নিশানা  PM Modi Security Meeting

কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান গত ক’দিনে একাধিক জায়গায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিগুলিকে নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হানার চেষ্টা করেছে। উধমপুর, পাঠানকোট, ভুজ ও বথিন্ডা ঘাঁটিতে এই হামলায় সামরিক সরঞ্জামের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।

বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহ বলেন, “সীমান্তে পাকিস্তান সেনার গতিবিধি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তাদের পদক্ষেপ স্পষ্টতই আক্রমণাত্মক। ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সতর্ক ও প্রস্তুত।”

পাকিস্তানের হামলা প্রতিহত

বিদেশ সচিব আরও জানান, “২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তান একের পর এক হামলার ছক কষছে। কিন্তু ভারতীয় সেনা তাদের প্রতিটি চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। আমাদের অবস্থান শান্তিপূর্ণ হলেও প্রয়োজন হলে তার জবাব আমরা কড়া ভাবেই দেব।”

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, শনিবারের এই বৈঠক আসলে ভারত সরকারের একটি স্পষ্ট বার্তা— সীমান্তে যুদ্ধ নয়, কিন্তু যদি বাধ্য করা হয়, তা হলে জবাব হবে কার্যকর ও সুপরিকল্পিত।

Bharat: PM Modi holds emergency security meeting in Delhi amid rising India-Pakistan border tensions. 1 Defense Minister, military chiefs, NSA discuss Pakistan’s drone/missile threats & India’s response to Operation Sindoor. 2

Advertisements