অধিবেশন শুরু হতেই ফের একবার আক্রমণাত্মক রূপে দেখা গেল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে। আজ বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর রাজ্যসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় তিনি কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলকে তীব্র নিশানা করেন। সেইসঙ্গে কংগ্রেসের উদ্দেশ্যে আবার কৃতজ্ঞতা জ্ঞাপনও জানালেন তিনি।
এদিন তিনি কংগ্রেস নেতা জয়রাম রমেশকেও কটাক্ষ করেন মোদী। প্রসঙ্গত, লোকসভা ভোটের ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তখন থেকেই তারা এই সরকারকে এক-তৃতীয়াংশ সরকার বলে আসছিল। এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমরা ১০ বছর ধরে ক্ষমতায় আছি এবং আপনাদের মতে এখনও ২০ বছর বাকি আছে। সকলের মুখে ফুল চন্দন।’
প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘গত দু’দিন ধরে দেখছি, শেষ পর্যন্ত পরাজয়ও মেনে নেওয়া হচ্ছে এবং জয়ও মেনে নেওয়া হচ্ছে। আমি কংগ্রেসে আমার কিছু সহকর্মীকে ধন্যবাদ জানাতে চাই কারণ ফলাফল প্রকাশের পর থেকে আমি আমার এক সহকর্মীকে দেখছি। দল তাঁকে সমর্থন না করলেও পতাকা নিয়ে একাই ছুটছিলেন তিনি। তিনি যা বলতেন আমি তাই বলি, তার মুখে ফুল চন্দন। আমি কেন এটা বলছি কারণ তারা বারবার ঢোল পেটাচ্ছে যে এক তৃতীয়াংশ সরকার। এর চেয়ে বড় সত্য আর কী হতে পারে? আমাদের ১০ বছর হয়েছে। আরও ২০ বছর বাকি। তৃতীয়বারেও একই ঘটনা ঘটেছে। এক তৃতীয়াংশ হয়ে গেছে এবং দুই তৃতীয়াংশ বাকি আছে। তাই এই ভবিষ্যদ্বাণীর জন্য সকলকে ধন্যবাদ।’
#WATCH | PM Narendra Modi says, “I would like to extend hearty gratitude to a few colleagues in Congress. Ever since the results came, I was taking note of a colleague – who was not supported by his party but he held his party’s flag all alone. For what he said, unke muh mein… pic.twitter.com/z11fQhpbJ2
— ANI (@ANI) July 3, 2024