PM Modi: ধর্মনিরপেক্ষতার আড়ালে ভয়ঙ্কর ‘খেলা’ বিরোধীদের! মুখোশ খুললেন প্রধানমন্ত্রী মোদী

তাঁর বিরুদ্ধে সামাপ্রদায়িকতার অভিয়োগ তুলে ভোট ময়দানে সরব বিরোধী রাজনৈতিক দলগুলো। বাড়ে বাড়েই অস্বস্তিতে পড়তে হয়েচে বিজেপিকে। শেষপর্যন্ত প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে যে, “যেদিন আমি হিন্দু-মুসলিম…

PM Modi Says Opposition Plays Communal Casteist Politics In Garb Of Secularism, ধর্মনিরপেক্ষতার আড়ালে ভয়ঙ্কর 'খেলা' বিরোধীদের! মুখোশ খুললেন প্রধানমন্ত্রী মোদী

তাঁর বিরুদ্ধে সামাপ্রদায়িকতার অভিয়োগ তুলে ভোট ময়দানে সরব বিরোধী রাজনৈতিক দলগুলো। বাড়ে বাড়েই অস্বস্তিতে পড়তে হয়েচে বিজেপিকে। শেষপর্যন্ত প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে যে, “যেদিন আমি হিন্দু-মুসলিম করব, সেদিন আমি জনপ্রতিনিধি হিসেবে অযোগ্য হয়ে যাব। এবং এটি আমার সংকল্প যে আমি হিন্দু-মুসলিম করব না।” কিন্তু তাতেও নিন্দার ঝাঁঝ কমেনি। তাই এবার আক্রমণকেই সেরা অস্ত্র মনে করে ধর্মনিরপেক্ষ ইস্যুতে বিরোধীদের নিশানা করলেন মোদী। ধর্মনিরপেক্ষতার আড়ালে বিরোধী দলগুলোই যে ভোট ব্যাংকের রাজনীতির জন্য সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে তা খোলসা করে দেন তিনি।

এনডিটিভির প্রধান সম্পাদক সঞ্জয় পুগালিয়াকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, “বিরোধীরা কেবল সাম্প্রদায়িকই নয়, তাদের রাজনীতিও বর্ণবাদী এবং ভোট-ব্যাঙ্ক সর্বস্ব। এ ভাবেই ওরা ওদের রাজনীতি চালায়। আমি মাঝে মাঝে ভেবেছি যে আমার সাবধান হওয়া উচিত। কিন্তু এখন আমি মনে করি আমাকে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করা হোক বা না হোক, আমার সম্পর্কে যে যাই বলুক না কেন, আমি ওদের পাপ সর্বসম্মুখে তুলে ধরবই।”

   

PM Modi: ‘মোদীকেই প্রধানমন্ত্রী দেখতে চাই’, ভোট দিয়ে বললেন রাম মন্দিরের প্রধান পুরোহিত

উদাহরণ দিয়ে মোদী বলেছেন যে, “আমার লক্ষ্য শুধুই ‘সবকা সাথ সবকা বিকাশ’। আমি ১০০টি পরিবারকে একটি গ্রামে নানা উন্নয়ন প্রকল্পের সুবিধা দিয়েছি। তারপর জিজ্ঞাসা করবেন না কে কোন সম্প্রদায়ের, কোন বর্ণের, কার আত্মীয়স্বজন কার সঙ্গে যুক্ত এবং কে কাকে ঘুষ দিয়েছে।” সমাজ কল্যাণের তাঁর ও কেন্দ্রীয় সরকারের নজর সর্বত্মক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর দাবি এ জন্যই তিনি বার বার বলে থাকেন, “শাসনে কোনও বৈষম্য থাকা উচিত নয়।”

৮০ কোটি মানুষকে বিনামূল্যে সবজি বিতরণ প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দাবি, “আমি কখনওই বলিনি জাতপাত, ধর্মের ভিত্তিতে একে দাও, ওকে দিতে হবে না। আমি কখনওই তা করব না।”

বিরোধীদের মোদীর তোপ, “বিরোধী দলের নেতারা ভোটের জন্য তফসিলি জাতি-উপজাতি, অনগ্রসর জাতি সংরক্ষণও ভোটের ইস্যু করে তুলেছেন। তাঁরা ভোট জিহাদকে সমর্থন করেন, তবে সবই ধর্মনিরপেক্ষতার আড়ালে। আমি সেই মুখোশ খুলে দিতে চাই। সবাইকে দেখাতে চাই যে বিরোধী রাজনৈতিক দলগুলো কেমন চরম সাম্প্রদায়িক।”

Locket VS Asima: উত্তপ্ত ধনেখালি, ‘চোরে’র পাল্টা ‘ডাকাত’! সম্মুখ সমরে লকেট-অসীমা

বিরোধী দলের ইস্তেহার তুলে ধরে মোদীর দাবি, “ওরা ক্ষমতায় এলেই ধর্মের ভিত্তিতে সরকারি কাজের বরাত দেওয়া হবে। কিন্তু কেই এটা কীভাবে করতে পারেন? ধরুন একজনকে একটি সেতু তৈরি করতে হবে। তারপরে কার দক্ষতা, অভিজ্ঞতা এবং সম্পদ আছে তা যাচাই করতে হবে। যদি ধর্মের ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়, তাহলে আমার দেশের কী হবে?”

এনডিএ ৪০০ আসন পেলেই সংবিধান বদলে দেবে। প্রায়ই প্রচারে বলছে বিরোধী কংগ্রেস, তৃণমূল নেতারা। সাক্ষাত্কারে, সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বলেছেন, “প্রথম কথা, বিজেপির নেতৃত্বে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইতিমধ্যেই ৪০০টি আসন রয়েছে শাসক শিবিরের হাতে৷ এনডিএ ৩৬০টি আসন জিতেছে এবং এনডিএ-র সমর্থক ল ধরলে ধারাবাহিকভাবে আমরা ৪০০-র বেশি আসনে রয়েছি। তবে. ৪০০ আসন এবং সংবিধানকে সংযুক্ত করা বোকামি। সমস্যা হল বিরোধী সাংসদরা সংসদে অধিবেশন বসতে দিতে চায় না। তাই এসব রটাচ্ছেন।”