Modi: আগামী ৫ বছর দেশজুড়ে ফ্রি রেশনের ঘোষণা করলেন মোদী

দক্ষিণ ভারতে শূন্য হয়ে বিজেপি প্রবল শক্তি নিয়ে আসন্ন বিধানসভাগুলির ভোটে নেমেছে। একইসাথে চলছে লোকসভা ভোটের প্রচার। দুই ভোটকে সামনে রেখে কংগ্রেস শাসিত রাজ্য ছত্তিসগড়…

দক্ষিণ ভারতে শূন্য হয়ে বিজেপি প্রবল শক্তি নিয়ে আসন্ন বিধানসভাগুলির ভোটে নেমেছে। একইসাথে চলছে লোকসভা ভোটের প্রচার। দুই ভোটকে সামনে রেখে কংগ্রেস শাসিত রাজ্য ছত্তিসগড় থেকে প্রধানমন্ত্রী মোদী বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন।

ছত্তিশগড় নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জনসভা থেকে আগামী পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি। এদিন তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিজেপি সরকার ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরের জন্য দেশের ৮০ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পটি প্রসারিত করবে।

   

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, যা দরিদ্রদের বিনামূল্যে রেশন সরবরাহ করে। কোভিড -১৯ এর সময় এই প্রকল্প চালু করা হয়েছিল। বহুবার এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে সরকারের তরফে। করোনাকালের পর অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনেই এই স্কিম নিয়ে আলোচনা হয়েছে। এবার আরও একবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছেন যে, এটি আগামী ৫ বছরের জন্য বাড়ানো হবে। আগামী বছর লোকসভা নির্বাচনও হতে চলেছে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, করোনার কঠিন সময় যখন এসেছিল, তখন সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এই দেশের গরিব মানুষকে। দরিদ্রদের সবচেয়ে বড় সংকট ছিল নিজেরা কী খাবেন এবং বাচ্চাদের কী খাওয়াবেন। এমন পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দেশের দরিদ্রদের ক্ষুধার্ত থাকতে দেব না। গরিবদের দু’বেলা খাবার দেওয়ার জন্য আমাদের সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালু করেছে।

প্রধানমন্ত্রী মোদী ভারতীয় জনতা পার্টির রেজুলেশন লেটারের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ওই রেজুলেশন লেটারে মহিলা, যুবক ও কৃষকদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাদের চাহিদার প্রতি খেয়াল রাখা হয়েছে। সমাবেশে প্রধানমন্ত্রী মোদী নিজেকে গরিবের সেবক বলে বর্ণনা করেন। জাতিগত আদমশুমারির সমালোচনা করে মোদী বলেন, কিছু রাজনৈতিক দল দরিদ্রদের বিভক্ত করার ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের কাছে এ দেশের সবচেয়ে বড় জাতি হচ্ছে দরিদ্র।

ছত্তিশগড়ের দুর্গে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২০১৪ সালে সরকার গঠনের পর থেকে তিনি দেশের দরিদ্রদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এ সময় তিনি কংগ্রেস দলকেও তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, কংগ্রেস কখনই দেশের দরিদ্রদের কল্যাণ চায় না। তিনি বলেন, কংগ্রেস সবসময় দরিদ্রদের দরিদ্র রাখতে চায়।