‘কংগ্রেস মরছে আর পাকিস্তান কাঁদছে,’ আক্রমণ মোদীর, দেখুন ভিডিও

  ২০২৪ সালের লোকসভা ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের মুখে কংগ্রেস দল এবং পাকিস্তানকে নিয়ে তিনি যা মন্তব্য করেছেন তা শুনে…

 

২০২৪ সালের লোকসভা ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের মুখে কংগ্রেস দল এবং পাকিস্তানকে নিয়ে তিনি যা মন্তব্য করেছেন তা শুনে সকলেই একপ্রকার থ হয়ে গিয়েছেন।

   

আজ বৃহস্পতিবার গুজরাটের আনন্দে এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, ‘একটি চা-ওয়ালা দেশের অর্থনীতিকে বিশ্বের ১১ নম্বর থেকে ৫ নম্বরে নিয়ে গেছে। আজ পরিস্থিতি এমন যে, গরিবদের নামে ব্যাঙ্ক জাতীয়করণ করার পরেও কংগ্রেস সরকার কোটি কোটি গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেনি। মোদী ১০ বছরে কোটি কোটি গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন। ৬০ বছরে কংগ্রেস কী করেছে? তারা ব্যাংক জাতীয়করণ করেছে, ব্যাংক দখল করেছে।’

মোদী আরও বলেন, ‘আমাদের দেশে যখন কংগ্রেস সরকার ছিল, তখন পাকিস্তান বড় ভক্ত ছিল। কিন্তু এখন আতঙ্কের টায়ার পাঙ্কচার হয়ে গেছে। যে দেশ এক সময় সন্ত্রাস রফতানি করত, সেই দেশটি এখন আটা আমদানির জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। যার হাতে বোমা ছিল, আজ সেই দেশের হাতে ভিক্ষার পাত্র রয়েছে। দুর্বল কংগ্রেস সরকার সন্ত্রাসবাদীদের মাস্টার মাইন্ডদের হাতে ডসিয়ার দিত। এই ডসিয়ার মানে হল সমস্ত তথ্য সংগ্রহ করে জঙ্গিদের হাতে তুলে দেওয়া। কিন্তু মোদীর শক্তিশালী সরকার ঘরে ঢুকে জঙ্গিদের নিকেশ করে আসি। আজ অণুবীক্ষণ যন্ত্র দিয়েও কংগ্রেসকে দেশে খুঁজে পাওয়া যায় না। কিন্তু মজার ব্যাপার হলো, এখানে কংগ্রেস মরছে আর পাকিস্তান সেখানে কাঁদছে। কংগ্রেসের জন্য প্রার্থনা করছেন পাক নেতারা। যুবরাজকে প্রধানমন্ত্রী বানাতে মরিয়া পাকিস্তান। আমরা জানি কংগ্রেস পাকিস্তানের ভক্ত। পাকিস্তান ও কংগ্রেসের এই অংশীদারিত্ব পুরোপুরি সকলের সামনে উঠে এসেছে।’