অবসর নিচ্ছেন মোদী? বিতর্ক উস্কে বিস্ফোরক দাবি সঞ্জয়ের

নয়াদিল্লি: অবসর নিচ্ছেন প্রধানমন্ত্রী? বিতর্ক উস্কে দিলেন শিব সেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসে রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন।…

PM Modi Retirement Speculation

নয়াদিল্লি: অবসর নিচ্ছেন প্রধানমন্ত্রী? বিতর্ক উস্কে দিলেন শিব সেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসে রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন। রাউতের মতে, প্রধানমন্ত্রী সম্প্রতি নাগপুরে সঙ্ঘের সদর দপ্তর পরিদর্শন করেছেন, যা তাঁর অবসর নেওয়ার ইঙ্গিত৷ উল্লেখ্য, ১২ বছর পর প্রধানমন্ত্রী হিসাব তাঁর এই সফর৷ (PM Modi Retirement Speculation)

সঙ্ঘের সদর দপ্তরে মোদী PM Modi Retirement Speculation

রাউত বলেন, “গত ১০-১১ বছর হল মোদী সঙ্ঘের সদর দপ্তর পরিদর্শন করেননি৷ এইবার সম্ভবত তিনি সঙ্ঘ প্রধান মোহন ভাগবতকে ‘বিদায়’ জানাতে গিয়েছেন।” রাউত আরও দাবি করেন যে, মোদী হয়তো সেখানে গিয়ে তাঁর অবসর নেওয়ার আবেদন জমা দিয়েছেন।

   

তিনি বলেন, “এটা স্পষ্ট যে, সঙ্ঘ পরিবার দেশে নেতৃত্বের পরিবর্তন চায়। মোদীর সময় পার হয়ে গিয়েছে, আর তারা নতুন নেতৃত্ব বেছে নিতে চাইছে। সম্ভবত আগামী সেপ্টেম্বরেই অবসর গ্রহণের জন্য আবেদন জমা দিয়েছেন তিনি৷’’

Advertisements

রাউতের মন্তব্য অস্বীকার দেবেন্দ্র ফড়নবিশের PM Modi Retirement Speculation

এদিকে, বিজেপির শীর্ষ নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ রাউতের এই মন্তব্য অস্বীকার করে বলেন, “নরেন্দ্র মোদী আরও অনেক বছর আমাদের নেতৃত্ব দেবেন। ২০২৯ সালেও তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। তাঁর উত্তরসূরি নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই।”

প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি নাগপুরে সঙ্ঘের সদর দপ্তর পরিদর্শন করেন, যা ছিল দ্বিতীয়বার, যখন কোনো প্রধানমন্ত্রী সঙ্ঘের কেন্দ্রীয় দপ্তরে গিয়েছিলেন। প্রথমবার, ২০০০ সালে, অটল বিহারি বাজপেয়ী এটি পরিদর্শন করেছিলেন।

নাগপুরে এই সফরের সময়, প্রধানমন্ত্রী মোদা সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বালিরাম হেডগেওয়ারকে শ্রদ্ধা নিবেদন করেন এবং সঙ্ঘের শতবর্ষী আদর্শের প্রশংসা করেন। তিনি বলেন, “সঙ্ঘের আদর্শের বীজ ১০০ বছর আগে রোপিত হয়েছিল, এখন তা একটি বিশাল বৃক্ষ হয়ে উঠেছে। সংঘের নীতিমালা ও মূল্যবোধ তাকে অনেক উচ্চতায় পৌঁছে দিয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী সকালে রেশিমবাগে ড. হেডগেওয়ার স্মৃতি মন্দির পরিদর্শন করেন এবং সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বালিরাম হেডগেওয়ার এবং দ্বিতীয় সারসঙ্গচালক গোলওয়ালকর-এর স্মৃতিস্মারকে শ্রদ্ধা জানিয়ে ফেরেন।

 Bharat: Shiv Sena leader Sanjay Raut sparks speculation about PM Modi’s retirement in September 2025 after his RSS visit. BJP denies claims, emphasizing Modi’s continued leadership. Explore political reactions and leadership dynamics.