স্বাধীনতা দিবসে নিজেরই রেকর্ড ভাঙলেন মোদী, চমকে গেল দেশ

আবারও নিজের রেকর্ড ভাঙলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও লালকেল্লা থেকে ভাষণ দেন। কিন্তু এই ভাষণই যে তাঁকে নতুন করে রেকর্ড গড়তে সাহায্য করবে সেটা কে ভাবতে পেরেছিল।

আজ সমগ্র দেশবাসী স্বাধীনতার উৎসবে মেতে উঠেছেন। এদিন ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণের আগে লালকেল্লায় তেরঙ্গা পতাকা উত্তোলন করেন তিনি। টানা ১১তম বার লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন মোদী। জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর পর তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে টানা ১১ বার ভাষণ দিলেন মোদী। এর আগে নেহরু ১৭ বার এবং ইন্দিরা গান্ধী ১৬ বার এই সম্মান পেয়েছেন।

   

৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় ৯৭ মিনিট ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার পর কোনও প্রধানমন্ত্রীর এটাই ছিল দীর্ঘতম ভাষণ। ১৯৪৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ৭২ মিনিটের ভাষণ দিয়েছিলেন। ফলে স্বাধীনতা দিবসে ৯৭ মিনিটের ভাষণ দিয়ে নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন নরেন্দ্র মোদী। ২০১৬ সালে ৯৪ মিনিটের ভাষণ দিয়ে এই রেকর্ড গড়েছিলেন তিনি, যা এ বছর ভেঙে দেন তিনি।

তৃতীয় মেয়াদের প্রথম ভাষণে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ছাপিয়ে গিয়েছেন মোদী। মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে লালকেল্লার প্রাচীর থেকে ১০ বার তেরঙ্গা উত্তোলন করেছিলেন। এক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর পর তৃতীয় স্থানে উঠে এসেছেন মোদী। নেহরু ১৭ বার এবং ইন্দিরা ১৬ বার এই সম্মান পেয়েছিলেন।

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন