অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাই বাবার মহাসমাধিতে নতশিরে প্রণাম জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আধ্যাত্মিক গুরুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে শ্রী সত্যসাই জেলায় পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে তিনি সত্য সাই বাবার মহাসমাধি ও পবিত্র মন্দির প্রাঙ্গণে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে প্রার্থনায় অংশ নেন।
পুরোহিতদের মন্ত্রপাঠ
মন্দির চত্বরে প্রধানমন্ত্রীকে ঘিরে থাকা পুরোহিতরা মন্ত্রপাঠ করছেন, আর মোদী শান্ত, ধ্যানমগ্ন ভঙ্গিতে প্রণতি জানাচ্ছেন, এমন দৃশ্য প্রকাশ্যে এসেছে মন্দিরের অন্তঃপুরের ভিজ্যুয়াল থেকেই।
প্রধানমন্ত্রীর সফরে সঙ্গী ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। দু’জনেই মোদীর সঙ্গে সত্য সাই বাবার মহাসমাধিতে শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে প্রার্থনায় কাটান।
স্মারক মুদ্রা ও বিশেষ ডাকটিকিট প্রকাশ PM Modi Puttaparthi Visit
সরকারি সূত্রের খবর, জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনভর কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী সত্য সাই বাবার জীবনদর্শন ও মানবকল্যাণমূলক শিক্ষার স্মরণে একটি স্মারক মুদ্রা ও বিশেষ ডাকটিকিট প্রকাশ করবেন।
প্রধানমন্ত্রী মোদীর এই সফরকে শুধু আনুষ্ঠানিকতা বলে না দেখে বহু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন মানবসেবা, করুণা ও সর্বধর্ম সমন্বয়ের যে আদর্শ সত্য সাই বাবা সারা জীবন প্রচার করেছেন, সেই মূল্যবোধকে পুনরায় স্বীকৃতি দেওয়ার এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে তাঁর এই উপস্থিতি।
Bharat: PM Narendra Modi visited Puttaparthi to pay tribute at Sri Sathya Sai Baba’s Mahasamadhi for his birth centenary event, releasing a commemorative coin and stamp.
