Nepal: বুদ্ধ পূর্ণিমায় নেপাল সফরে গিয়ে আপ্লুত প্রধানমন্ত্রী

নেপাল (Nepal) সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী সোমবার গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে পৌঁছেছেন। সেইসঙ্গে জলবিদ্যুৎ, উন্নয়ন ও সংযোগ সহ একাধিক ক্ষেত্রে…

Nepal: বুদ্ধ পূর্ণিমায় নেপাল সফরে গিয়ে আপ্লুত প্রধানমন্ত্রী

নেপাল (Nepal) সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী সোমবার গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে পৌঁছেছেন। সেইসঙ্গে জলবিদ্যুৎ, উন্নয়ন ও সংযোগ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারিত করার জন্য নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গে ব্যাপক আলোচনা করেছেন বলে খবর।

এদিন নেপালে পৌঁছেই প্রধানমন্ত্রী টুইট করেন যে,
‘নেপালে অবতরণ করলাম। বুদ্ধ পূর্ণিমার বিশেষ উপলক্ষে নেপালের অসাধারণ মানুষদের মধ্যে থাকতে পেরে আমি আনন্দিত।’

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, এই সফরে তিনি পবিত্র মায়া দেবী মন্দির পরিদর্শন করবেন এবং লুম্বিনী ডেভেলপমেন্ট ট্রাস্ট আয়োজিত বুদ্ধ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেবেন।

লুম্বিনী সন্ন্যাসী জোনের মধ্যে বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য একটি কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও সফররত প্রধানমন্ত্রী অংশ নেবেন।

Advertisements

উল্লেখ্য, ২০১৪ সালের পর এটি প্রধানমন্ত্রীর পঞ্চম নেপাল সফর। প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর সফরসঙ্গীরা উত্তর প্রদেশের কুশিনগর থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে এখানে পৌঁছেছেন।

দক্ষিণ নেপালের তরাই সমভূমিতে অবস্থিত লুম্বিনি বৌদ্ধধর্মের পবিত্রতম স্থানগুলির মধ্যে একটি, কারণ ভগবান বুদ্ধ সেখানে জন্মগ্রহণ করেছিলেন।