কার্গিল বিজয় দিবসের রজতজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

কার্গিল বিজয় দিবসের (Kargil Vijay Divas) রজতজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা জানালেন কার্গিলে শহিদদের উদ্দেশ্য। সেখানে তিনি কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করেন। শুক্রবার সকাল…

Kargil Vijay Divas

কার্গিল বিজয় দিবসের (Kargil Vijay Divas) রজতজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা জানালেন কার্গিলে শহিদদের উদ্দেশ্য। সেখানে তিনি কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করেন। শুক্রবার সকাল ৯ বেজে ২৫ মিনিটে তিনি কার্গিলে শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন। অপারেশন বিজয়ে শহিদ হয়েছিলেন ৫৪৫ জন জওয়ান। আজ সেই বিজয় দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে মোদীর এই শ্রদ্ধাজ্ঞাপন।

তুমুল বৃষ্টির কারণে শুক্রবার বন্ধ সমস্ত স্কুল-কলেজ, জারি বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রীর অফিসের তরফে জানা গিয়েছিল যে, স্মৃতিসৌধ পরিদর্শন করার পরে তিনি বীরশহিদদের স্ত্রীদের সঙ্গে দেখা করে কথা বলবেন। প্রসঙ্গত এই বিষয়ে বৃহস্পতিবার তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে, ‘ আগামীকাল ভারতবাসীর জন্য দিনটা খুবই বিশেষ দিন।’ তিনি আরও জানিয়েছেন যে, ‘ আগামীকাল আমি কার্গিলে যাব এবং শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করব।’ এখানেই শেষ নয়, তিনি আজ সিনকুন লা টানালের কাজের খতিয়ান দেখবেন বলেও জানিয়েছেন।

Advertisements

প্রকাশিত NEET-UG সংশোধিত ফলাফল, কিন্তু অমিল ওয়েবসাইটে! কী বলছে কেন্দ্র?

১৯৯৯ সালে মে থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় দু-মাস ধরে কঠিন পাহাড়ি এলাকায় তীব্র যুদ্ধ হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক ঘটনার ২৫তম বার্ষিকী স্মরণে ২৬ জুলাই, ২০২৪-এ লাদাখের দ্রাসে গেলেন এবং শহিদদের শ্রদ্ধা জানালেন। কার্গিলের কঠিন পার্বত্য অঞ্চলে টানা দু-মাস যুদ্ধ চলে , অবশেষে ২৬ জুলাই যুদ্ধের অবসান ঘটে । এবং জয়ের মূল্য হিসাবে প্রায় ৫৪৫ জন সৈন্য প্রাণ হারায় । তাই ২৬ জুলাই এই দিনটি ভারতীয় সৈন্যদের সাহসিকতা ও আত্মত্যাগের জন্য স্মরণ করা হয় এবং শ্রদ্ধা জানানো হয়।