আজ মঙ্গলবার সকলের নজর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) ওপর। কারণ আজই তিনি লোকসভা ভোটের জন্য নিজের মনোনয়নপত্র জমা দেবেন। ইতিমধ্যে তিনি বারাণসীতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী (Varanasi) আসন থেকে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন। এর আগে ২০১৪ ও ২০১৯ সালে বারাণসী থেকে ভোটে জিতেছিলেন তিনি।
তাঁর মনোনয়নের সময় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী, ১২টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ইতিমধ্যে তিনি বারাণসীর দশাশ্বমেধ ঘাটে (Dashashwamedh Ghat)
গঙ্গা আরতি করেন। এরপর তিনি কাশী কোতোয়ালে গিয়ে আশীর্বাদ নেবেন। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি রুদ্রাক্ষে শ্রমিক সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মনোনয়নের তালিকায় রয়েছেন।
আজ ১১:৪০ নাগাদ প্রধানমন্ত্রী নিজের মনোনয়নপত্র জমা দেবেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনোনয়ন জমা দেওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং এনডিএ নেতারা বারাণসীর ডিএম অফিসে পৌঁছেছেন। বিহারের বেগুসরাইয়ের একজন সমর্থক যিনি কিনা বারাণসীতে রয়েছেন তিনি বলেন, ‘তিনি গরিবের মসিহা। তাঁর সব কাজ গরিবদের জন্য। আমি সবার কাছে আবেদন করছি ওনাকে ভোট দিন।’
Uttar Pradesh: Prime Minister Narendra Modi offers prayers at Dasaswamedh Ghat in Varanasi pic.twitter.com/jNhYXX4Xu7
— ANI (@ANI) May 14, 2024
#WATCH | Union Home Minister Amit Shah, BJP National President JP Nadda, Union Minister Hardeep Singh Puri and NDA leaders arrive at DM office in Varanasi, ahead of PM Modi’s nomination filing for Lok Sabha elections pic.twitter.com/4xOezpR8BD
— ANI (@ANI) May 14, 2024
#WATCH | Uttar Pradesh: Prime Minister Narendra Modi offers prayers at Dasaswamedh Ghat in Varanasi pic.twitter.com/WKQ9is8856
— ANI (@ANI) May 14, 2024