মকর সংক্রান্তিতেই ঠিকানা বদল! সাউথ ব্লক ছেড়ে ‘সেবা তীর্থে’ পাড়ি দিচ্ছেন মোদী

PM Modi new office Seva Teerth

নয়াদিল্লি: স্বাধীনতার পর থেকে ভারতের ক্ষমতার ভরকেন্দ্র ছিল রাইসিনা হিলসের সাউথ ব্লক। কিন্তু ২০২৬-এর শুরুতে সেই ইতিহাসের পাতায় পড়ছে যবনিকা। সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অন্যতম আকর্ষণ ‘সেবা তীর্থ’ কমপ্লেক্সে আগামী ১৪ জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিনেই নিজের দফতর স্থানান্তরিত করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কী আছে এই ‘সেবা তীর্থ’ কমপ্লেক্সে?

প্রায় ১,১৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিশাল চত্বরে প্রধানমন্ত্রীর দফতর ছাড়াও ক্যাবিনেট সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের (NSCS) জন্য পৃথক তিনটি ভবন তৈরি করা হয়েছে।

   

সেবা তীর্থ-১: এই ভবনটি বিশেষভাবে প্রধানমন্ত্রীর দফতরের জন্য বরাদ্দ। এতে আধুনিক কর্মক্ষেত্রের পাশাপাশি থাকছে রাজকীয় অনুষ্ঠানের ঘর।

সেবা তীর্থ-২: এখানে ইতিপূর্বেই ক্যাবিনেট সচিবালয় কাজ শুরু করে দিয়েছে।

সেবা তীর্থ-৩: এই ভবনটি বরাদ্দ করা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (NSA) দফতরের জন্য।

সাউথ ব্লকের ভবিষ্যৎ কী? PM Modi new office Seva Teerth

প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ দফতরগুলি সরে যাওয়ার পর উত্তর (North Block) ও দক্ষিণ ব্লক (South Block) মিলিয়ে তৈরি হবে বিশ্বের অন্যতম বড় মিউজিয়াম ‘যুগে যুগীন ভারত সংগ্রহালয়’। এই মিউজিয়াম তৈরির কারিগরি সহায়তার জন্য গত ডিসেম্বরে ফ্রান্সের মিউজিয়াম ডেভেলপমেন্ট এজেন্সির সঙ্গে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে।

উপনিবেশিক উত্তরাধিকার বিসর্জন নরেন্দ্র মোদী সরকারের লক্ষ্য হলো ব্রিটিশ আমলের সমস্ত চিহ্ন মুছে ফেলা। রাজপথের নাম বদলে ‘কর্তব্য পথ’ করার পর এবার প্রধানমন্ত্রীর আবাসন ও দফতরের আধুনিকীকরণ সেই লক্ষ্যেই আরও এক বড় পদক্ষেপ। লার্সেন অ্যান্ড টুব্রো (L&T) সংস্থাটি ২,২৬,২০৩ বর্গফুট এলাকা জুড়ে এই নয়নাভিরাম ‘এজিকিউটিভ এনক্লেভ’ নির্মাণ করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন