Sunday, December 7, 2025
HomeBharatRam Mandir: রাম জন্মভূমিতে 'ঈশ্বরের বরপুত্র' মোদীর জমকালো রোড শো

Ram Mandir: রাম জন্মভূমিতে ‘ঈশ্বরের বরপুত্র’ মোদীর জমকালো রোড শো

- Advertisement -

নতুন সংসদ উদ্বোধনে প্রধামন্ত্রী মোদীর দাবি ছিল তাঁকে ঈশ্বর বেছে নিয়েছেন। নিজেকে ঈশ্বরের বরপুত্র বলে দাবি করেন তিনি। সেই মোদী তথা ঈশ্বরের বরপুত্র শনিবার রাম জন্ম়ভূমি বলে কথিত অযোধ্যায় মেগা রোড শো করবেন। রাম মন্দিরের (Ram Mandir) আনুষ্ঠানিক উদ্বোধনের আগে মোদীর অযোধ্যা সফর নিয়ে বিশ্বজোড়া প্রচার চলেছে।

নতুন সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ বিতর্কে মোদী বলেছিলেন, ‘এর আগেও বহু সরকার মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর চেষ্টা করেছে। তাদের কাছে এই আইন পাশ করানোর গরিষ্ঠতা ছিল না। হয়তো ঈশ্বর আমাকেই বাছাই করেছেন। আর শুধু এই একটা নয়, এমন অনেক পবিত্র কাজ করার জন্য।’ এরপর তাঁকে ঈশ্বরের বরপুত্র বলেই প্রচার করেন বিজেপির বড় অংশের নেতারা।

   

রাম জন্মভূমিতে মোদীর রোড শো নিয়ে তীব্র আলোচনা চলছে। তবে উত্তর প্রদেশ সরকারের দাবি, বিরাট উন্নয়ন কাজ চলছে। অযোধ্যা এয়ারপোর্ট থেকে লতা মঙ্গেশকর চক হয়ে, রাম মন্দিরের মূল প্রবেশদ্বার ছুঁয়ে যাবে মোদী যাত্রা। এই কর্মসূচি উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর।

অযোধ্যা ধাম রেল স্টেশনের উদ্বোধনের পর, নতুন অযোধ্যা বিমানবন্দরের যাত্রার সূচনা করবেন মোদী। এই বিমানবন্দরের পেছনে ব্যয় হয়েছে ১,৪৫০ কোটি টাকা। অযোধ্যা বিমানবন্দরের নাম করা হয়েছে মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম। এদিন মোদী ১১ হাজার ১০০ কোটি মূল্যের প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও উত্তর প্রদেশের বিভিন্ন অংশে ৪ হাজার ৬০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন তিনি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular