কন্যাকুমারীতে ধ্যানমগ্ন মোদী, সামনে এল ছবি

   টানা ৪৫ ঘণ্টার জন্য ধ্যানে বসলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে সকাল থেকেই মোদীর কিছু ছবি, ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক…

  

টানা ৪৫ ঘণ্টার জন্য ধ্যানে বসলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে সকাল থেকেই মোদীর কিছু ছবি, ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। যা সকলেরই নজর কেড়েছে। লোকসভা নির্বাচনের প্রচার শেষ হতেই বৃহস্পতিবার ৩০ মে সন্ধ্যায় কন্যাকুমারী (Kanyakumari) পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যান মণ্ডপে ৪৫ ঘণ্টা ধ্যান করবেন তিনি।

Image

   

রইল প্রধানমন্ত্রীর ধ্যানের প্রথম ছবি। যেখানে তাকে ওমের সামনে বসে ধ্যান করতে দেখা যায়। প্রধানমন্ত্রী ১ জুন পর্যন্ত এখানে ধ্যান করবেন। আজ ৩১মে তাঁর ধ্যানের দ্বিতীয় দিন। ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদীর পরনে রয়েছে গেরুয়া কুর্তা ও গামছা। স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করছেন তাঁরা। হাতে তাঁর মালাও আছে। যতক্ষণ মোদী ধ্যানমণ্ডপে রয়েছেন, ততক্ষণ কন্যাকুমারী জুড়ে ২ হাজার পুলিশ মোতায়েন রয়েছে। তামিলনাড়ু পুলিশ, উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনীর উপকূলীয় সুরক্ষা গ্রুপও মোতায়েন করা হয়েছে।

PM Modi meditates at Vivekananda Rock Memorial in Kanyakumari, see latest pics
এই ধ্যানমণ্ডপমের বিশেষত্ব হ’ল এটি সেই জায়গা যেখানে স্বামী বিবেকানন্দ দেশ ভ্রমণের পরে তিন দিন ধ্যান করেছিলেন। এখানেই তিনি উন্নত ভারতের স্বপ্ন দেখেছিলেন। বিশ্বাস করা হয় যে দেবী পার্বতী এই স্থানে এক পায়ে দাঁড়িয়ে সাধনা করেছিলেন। বৃহস্পতিবারই কন্যাকুমারীতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী পোশাকে ধুতি পরতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

বলা হচ্ছে, যতদিন প্রধানমন্ত্রী মোদী বিবেকানন্দ রক মেমোরিয়ালে থাকবেন, ততদিন কোনও সাধারণ পর্যটককে সেখানে যেতে দেওয়া হবে না। মোদীর নিরাপত্তায় এনএসজি কম্যান্ডো মোতায়েনের খবরও রয়েছে। কন্যাকুমারী নানা দিক থেকে ভারতের কাছে বিশেষ। এখানেই ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলরেখা মিলিত হয়েছে। কন্যাকুমারীতেই আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর মিলিত হয়েছে। কন্যাকুমারী সফর করে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।