‘বিরল‘ সংকল্পের নেত্রী’, খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে শোকবার্তা মোদীর

নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৩১ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে…

PM Modi letter to Tarique Rahman

নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৩১ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি দীর্ঘ অধ্যায়ের অবসান হলো।

Advertisements

বুধবার বেগম জিয়ার জানাজায় যোগ দিতে বিশেষ বিমানে ঢাকা পৌঁছান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী মোদীর পাঠানো একটি ব্যক্তিগত শোকবার্তা তাঁর হাতে তুলে দেন। ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরা তারেক রহমানের সঙ্গে জয়শঙ্করের এই সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

   

‘বিরল সংকল্পের নেত্রী’: মোদীর শ্রদ্ধাঞ্জলি

তারেক রহমানকে লেখা চিঠিতে নরেন্দ্র মোদী খালেদা জিয়াকে “বিরল সংকল্প ও দৃঢ় বিশ্বাসের নেত্রী” হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, “আপনার মাতৃবিয়োগের সংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত। বেগম খালেদা জিয়া বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন।” মোদী আরও জানান, ২০১৫ সালে ঢাকা সফরে খালেদা জিয়ার সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের স্মৃতি আজও উজ্জ্বল। তিনি আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে খালেদা জিয়ার আদর্শ ও লক্ষ্যগুলো এগিয়ে যাবে এবং দুই দেশের গভীর ঐতিহাসিক সম্পর্ক আরও সমৃদ্ধ হবে।

সম্পর্কের নতুন অধ্যায়ের পথে? PM Modi letter to Tarique Rahman

সম্প্রতি ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তির মৃত্যু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। এই আবহে জয়শঙ্করের ঢাকা সফর ও তারেক রহমানের সঙ্গে আলোচনা বিশেষ গুরুত্ব বহন করছে। সফর শেষে জয়শঙ্কর সমাজমাধ্যম ‘X’-এ জানান, তিনি তারেক রহমানের সঙ্গে বেগম জিয়ার দূরদর্শী চিন্তাধারা এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও বাস্তবতার ভিত্তিতে সম্পর্কের একটি “নতুন অধ্যায়” শুরুর বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

একনজরে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সফর

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য ও সংগ্রামমুখর। ১৯৪৫ সালের ১৫ আগস্ট তৎকালীন অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে (বর্তমান পশ্চিমবঙ্গ) জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি মোট দুই মেয়াদে (১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬) দেশের শাসনভার পরিচালনা করেন। মূলত বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে তিনি নিজেকে এ দেশের রাজনীতিতে এক আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। দীর্ঘ রোগভোগের পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে ৮০ বছর বয়সে এই মহীয়সী নেত্রীর জীবনাবসান ঘটে।

Bharat: PM Narendra Modi pays tribute to Khaleda Zia in a heartfelt letter to Tarique Rahman, calling her a leader of rare resolve.

Advertisements