PMGKAY scheme: PMGKAY যোজনার উদ্বোধন, মোদির হাত ধরে গরিবদের জন্য বিনামূল্যে খাদ্য

PM Modi Calls Punjab CM Mann, Assures Full Support Amid Flood Crisis

শুক্রবার প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদী সুরাট জেলা খাদ্য নিরাপত্তা তৃপ্তি অভিযানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (PMGKAY) আওতায় ২ লক্ষের বেশি সুবিধাভোগীদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণের উদ্বোধন করেন। তিনি বলেন, “সুরাটের ‘সুরতি স্পিরিট’—কাজ, দান ও জনসেবার প্রতি নিবেদন—আজ গরিব ও বঞ্চিতদের উন্নয়নে প্রকাশ পেয়েছে। এই অভিযান খাদ্য নিরাপত্তা ও পুষ্টির দিকে বড় পদক্ষেপ, যা সত্যিকারের তৃপ্তির প্রতীক, শুধু তুষ্টি নয়।”

Advertisements

রাজ্যের খাদ্য, বেসামরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে মোদী জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের (NFSA) আওতায় বয়স্ক, দিব্যাঙ্গ ও ‘গঙ্গা স্বরূপা’ মা-বোনেদের মধ্যে সুবিধা বিতরণ করেন। এরা রাজ্যের পেনশন সহায়তা প্রকল্পে ‘প্রায়োরিটি হাউসহোল্ড’ (PHH) হিসেবে চিহ্নিত। এই উদ্যোগ গরিব পরিবারগুলোর খাদ্য ও পুষ্টি নিরাপত্তাকে শক্তিশালী করেছে।

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিলের সঙ্গে মোদী উপস্থিত জনতাকে অভিবাদন জানান। PMGKAY-এর প্রতীক হিসেবে তাঁরা শস্য কিট বিতরণ করেন। মোদী জেলা প্রশাসনের প্রশংসা করে বলেন, গঙ্গা স্বরূপা আর্থিক সহায় যোজনা, বয়স্ক পেনশন ও দিব্যাঙ্গ সহায় যোজনার সঙ্গে PMGKAY-এর সমন্বয় সক্রিয় শাসনের উদাহরণ। তিনি বলেন, “বৈষম্য ছাড়া সুবিধা পৌঁছানোই প্রকৃত অন্তর্ভুক্তি।”

মোদী জোর দিয়ে বলেন, “নতুন ভারতে কোনো গরিবের চুলা অন্ধকার থাকবে না। PMGKAY কোভিড মহামারীতে লক্ষ লক্ষ পরিবারের জন্য প্রাণরক্ষাকারী হয়েছে। এখনও এটি ক্ষুধা দূর করে খাদ্য নিরাপত্তা দিচ্ছে।” তিনি কেন্দ্রের অপুষ্টি ও রক্তাল্পতা মুক্ত ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Advertisements

অনুষ্ঠানে মোদী সুরাটের জেলা প্রশাসনের জরিপের প্রশংসা করেন, যা পেনশনপ্রাপ্ত বয়স্ক, দিব্যাঙ্গ ও গঙ্গা স্বরূপা নারীদের বিনামূল্যে খাদ্য থেকে বঞ্চিত হতে দেয়নি। তিনি এটিকে ‘অন্ত্যোদয়’র উজ্জ্বল দৃষ্টান্ত বলে আশা প্রকাশ করেন, অন্য জেলাগুলোও এ থেকে শিক্ষা নেবে।

মোদী বলেন, “সুরাট, যেখানে দেশের সব প্রান্তের মানুষ বাস করে, ‘মিনি ইন্ডিয়া’র প্রতীক। এই শহর কঠোর পরিশ্রম ও সমৃদ্ধির জন্য বিখ্যাত।” ৮১ কোটির বেশি সুবিধাভোগীদের জন্য PMGKAY বিশ্বের বৃহত্তম খাদ্য নিরাপত্তা কর্মসূচি। তিনি জানান, ২০২৪ থেকে আরও ৫ বছর এটি চলবে।