HomeBharatমোদির হাত ধরে বারাণসীতে ৪টি নতুন বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু

মোদির হাত ধরে বারাণসীতে ৪টি নতুন বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু

- Advertisement -

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সংসদীয় এলাকা বারাণসীতে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন। এটি দেশের আধা-উচ্চগতির ট্রেন নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। এই উদ্বোধনের মাধ্যমে ভারতীয় রেলওয়ের আধুনিকীকরণের যাত্রায় আরও এক ধাপ এগোনো হলো।

প্রধানমন্ত্রী মোদি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “এই চারটি নতুন বন্দে ভারত এবং নামো ভারত ট্রেনগুলি ভারতীয় রেলওয়ের নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। আমি কাশী তথা দেশের সমস্ত নাগরিককে অভিনন্দন জানাই।”

   

বারাণসী খজুরাহো

লখনউ–সাহারানপুর

ফিরোজপুর–দিল্লি

এরনাকুলম–বেঙ্গালুরু

এই নতুন ট্রেনগুলোর চালু হওয়ার মাধ্যমে যাত্রীদের যাত্রার সময় কমবে এবং সংযোগ উন্নত হবে, যা দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকে আরও সুবিধাজনক করবে। ভান্দে ভারত ট্রেনগুলোর উচ্চগতি, আধুনিক সেবা এবং আরামদায়ক ভ্রমণ যাত্রীদের কাছে ইতিমধ্যেই জনপ্রিয়।এর মাধ্যমে দেশের বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা ১৬০-এর বেশি হলো। প্রধানমন্ত্রী মোদি এই সুযোগে দেশের নাগরিকদের উদ্দেশ্যে বলেন, “বন্দে ভারত এবং নামো ভারত ট্রেনগুলি ভারতের রেল ব্যবস্থার নতুন প্রজন্মের পরিচায়ক। এগুলো শুধুমাত্র দ্রুতগামী নয়, বরং আধুনিক প্রযুক্তি ও আরামের সংমিশ্রণও বটে।”

 

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular