যুদ্ধজাহাজ থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি: ‘অপারেশন সিঁদুর’-এর স্মৃতি টেনে কড়া বার্তা মোদীর

PM Modi INS Vikrant

নয়াদিল্লি: দীপাবলির রাতে আবারও সশস্ত্র বাহিনীর সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছর তিনি গোয়া উপকূলে নোঙর করা দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তে নৌসেনার সঙ্গে দীপাবলি উদযাপন করেন। সেনাদের উদ্দেশে তাঁর বার্তায় যেমন ছিল আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি, তেমনি ছিল মাওবাদী সন্ত্রাস দমনে ভারতের ঐতিহাসিক সাফল্য নিয়ে দৃপ্ত উচ্চারণ।

বিক্রান্ত- নামেই ঘুম কেড়েছিল পাকিস্তানের 

প্রধানমন্ত্রী বলেন, “বিক্রান্ত- নামেই পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছিল ‘অপারেশন সিঁদুর’-এর সময়। আজ সেই ঐতিহ্য নতুন রূপে আত্মপ্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনীর হাতে। এই যুদ্ধজাহাজ কেবল শক্তির প্রতীক নয়, আত্মনির্ভর ভারতের নতুন আস্থার প্রতিমূর্তি।”

   

মোদী জানান, গত এক দশকে ভারতের প্রতিরক্ষা উৎপাদন তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, আর রফতানি বেড়েছে ৩০ গুণেরও বেশি। তাঁর কথায়, “ভারত আজ নিজের অস্ত্র, নিজের প্রযুক্তি, নিজের যুদ্ধজাহাজ দিয়ে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করছে। প্রতিরক্ষা ক্ষেত্রে এই সাফল্য শুধু অর্থনীতির নয়, আত্মসম্মানেরও প্রতিফলন।”

মাওবাদী সন্ত্রাস শেষের পথে PM Modi INS Vikrant

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মাওবাদী সন্ত্রাস শেষের পথে। ২০১৪ সালের আগে যেখানে ১২৫টিরও বেশি জেলা মাওবাদী প্রভাবাধীন ছিল, আজ সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ১১-তে। আমাদের নিরাপত্তা বাহিনী সাহস, সংযম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে এই অসম যুদ্ধ জিতে চলেছে।”

প্রধানমন্ত্রী আরও যোগ করেন, “সেনারা যুদ্ধ বোঝেন, কিন্তু ঘরের ভেতরের লড়াই থামাতে যে ধৈর্য্য ও সংযম প্রয়োজন, সেটাই শান্তির প্রকৃত শক্তি।”

দীপাবলির আলোয় মোদীর এই বার্তা স্পষ্ট, ভারত এখন আত্মনির্ভরতার পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে, আর অভ্যন্তরীণ সন্ত্রাসের অন্ধকার ক্রমে মিলিয়ে যাচ্ছে উন্নয়নের আলোয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন