গুয়াহাটিতে মোদী, প্রথম ‘নেচার-থিমড’ টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

PM Modi inaugurates nature-themed airport terminal Guwahati

দু’দিনের অসম সফরে শনিবার গুয়াহাটিতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে (LGBI) তাঁকে স্বাগত জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ গুয়াহাটির বিমানবন্দরের নবনির্মিত টার্মিনালের উদ্বোধন, যা উত্তর-পূর্ব ভারতের পরিকাঠামোগত উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছে প্রশাসনিক মহল।

নবনির্মিত টার্মিনালের উদ্বোধন

প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই নতুন টার্মিনালকে ভারতের প্রথম ‘প্রকৃতি-অনুপ্রাণিত’ বিমানবন্দর টার্মিনাল হিসেবে তুলে ধরা হচ্ছে। আধুনিক নকশা ও পরিবেশবান্ধব পরিকাঠামোর মাধ্যমে যাত্রী ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেই আশা। পাশাপাশি অসমের পর্যটন, বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাকে নতুন গতি দেবে এই প্রকল্প।

   

সফরের আগেই প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে এক বার্তায় জানিয়েছিলেন, এই নতুন টার্মিনাল যাত্রীদের যাতায়াতকে আরও সহজ করবে এবং অসমের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাঁর কথায়, উত্তর-পূর্ব ভারতের আধুনিকীকরণের পথে এটি এক উল্লেখযোগ্য পদক্ষেপ।

গোপীনাথ বরদলৈয়ের ৮০ ফুট উঁচু মূর্তির উন্মোচন

টার্মিনাল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী কিছু সময় বিমানবন্দরের ভিতরে কাটাবেন। এরপর তিনি অসমের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈয়ের ৮০ ফুট উঁচু মূর্তির উন্মোচন করবেন। সেই সঙ্গে বিমানবন্দরের কাছেই একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। পরে বিজেপির রাজ্য সদর দফতর বশীতে যাওয়ার পথে একটি রোড শোতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এই সফরে ইতিহাস ও স্মৃতির প্রতিও বিশেষ গুরুত্ব দিয়েছেন মোদী। তিনি ১৯৭৯ সালের অসম আন্দোলনের শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানাবেন সদ্য নির্মিত ‘শহিদ স্মারক ক্ষেত্র’-এ। এই আন্দোলনে প্রাণ হারানো ৮৬০ জনের স্মৃতিতে গড়ে তোলা হয়েছে এই স্মারক।

‘পরীক্ষা পে চর্চা’

রবিবার প্রধানমন্ত্রী অংশ নেবেন ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচির এক বিশেষ পর্বে। ব্রহ্মপুত্র নদের উপর চলমান ক্রুজ জাহাজ ‘চারাইদেও’-তে প্রায় ৩০ মিনিট ধরে বিভিন্ন স্কুলের ২৫ জন ছাত্রছাত্রীর সঙ্গে মতবিনিময় করবেন তিনি। নদীপথে এই ব্যতিক্রমী কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে।

এরপর প্রধানমন্ত্রী ডিব্রুগড় হয়ে নামরুপে যাবেন। সেখানে প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য অ্যামোনিয়া-ইউরিয়া সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্প অসমে শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করছে সরকার। নামরুপে একটি জনসভায় ভাষণ দেওয়ার পরই অসম সফর শেষ করবেন প্রধানমন্ত্রী।

সব মিলিয়ে, পরিকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা ও ঐতিহাসিক স্মৃতির সংমিশ্রণে মোদীর এই অসম সফর উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই উন্নয়নের দিক থেকেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন