গুয়াহাটি: বিরোধীদের ‘অপমানের’ জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। প্রথমে দ্বারভাঙ্গা জেলায় মায়ের নামে অপশব্দ, তারপর মাকে নিয়ে বানানো এআই (AI) ভিডিও! এবার রবিবার অসমের জনসভা থেকে নরেন্দ্র মোদী বললেন, “আমি শিবের উপাসক। বিরোধীদের সব অপমান বিষের মত পান করে নেব”।
রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় মা’কে নিয়ে কংগ্রেস কর্মীর কুকথা বলার জবাব তিয়ানজিন থেকে ফিরে বিহারের মহিলা সমবায়ের বৈঠকে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। নিজের ‘রাজনৈতিক জীবন’ এবং ‘জনকল্যাণকারী’ হওয়ার পেছনে নিজের স্বর্গীয় মা হীরাবেনের কথা উল্লেখ করতে গিয়ে চোখের কোণে জল এসে গিয়েছিল তাঁর।
যদিও এই বিষয়ে ভবিষ্যদ্বাণী করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে আগেই বলেছিলেন, বিজেপি এবং প্রধানমন্ত্রী (PM) “মায়ের অপমান”-কে হাতিয়ার করে নির্বাচনের আগে ‘কান্নাকাটি’ করে সহানুভূতি কুড়োবেন। অসম-মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেসের (Congress) এই কটাক্ষেরই জবাব দিলেন নরেন্দ্র মোদী।
তিনি বলেন, “আমি জানি, সমগ্র কংগ্রেসের ইকোসিস্টেম থেকে ধোঁয়া তুলে আমাকে টার্গেট করে বলা হচ্ছে যে মোদী ফের কান্নাকাটি করছেন। মুখ্যমন্ত্রী হিম্নত শর্মা আমাকে খারগের সম্প্রতি ভূপেন হাজারিকাকে ভারতরত্ন দেওয়া নিয়ে মন্তব্যের ভিডিও দেখিয়েছেন। আমি বলতে চাই, জনগণই আমার ভগবান, আমার ভক্ত, তাঁরাই আমার রিমোট কন্ট্রোল।”
বস্তুত, এর আগে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ‘রিমোট কন্ট্রোল’ কটাক্ষ ছুঁড়েছিলেন নরেন্দ্র মোদী। কংগ্রেস সভাপতি মলিকার্জুন খারগেকে (Mallikarjun Kharge) গান্ধী পরিবার ‘রিমোট কন্ট্রোল’ দ্বারা পরিচালিত করেন বলে মন্তব্য করেছিলেন তিনি।
নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেসের কটাক্ষ
আগস্টে বিহারের দ্বারভাঙ্গা জেলায় রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে কংগ্রেস কর্মী-সমর্থকেরা প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কু-মন্তব্য করে। ঘটনায় কলকাতা, দিল্লি, বিহার সহ দেশের একাধিক শহরে বিক্ষোভ দেখায় বিজেপি (BJP) নেতা-কর্মীরা। কলকাতার বিধান ভবনে রাকেশ সিং-এর নেতৃত্ব তুমুল ভাঙচুর চালানো হয়।
সমগ্র দেশ সহ প্রধানমন্ত্রী এবং তাঁর স্বর্গীয় মায়ের কাছে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেন অমিত শাহ সহ বিজেপির একাধিক নেতামন্ত্রী। এরপর চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী এবং তাঁর মা হীরাবেনকে নিয়ে একটি এআই (AI) ভিডিও পোস্ট করে বিহার কংগ্রেস। যেখানে প্রধানমন্ত্রী সদৃশ এক ব্যক্তিকে দেখানো হয় যে তিনি দিনশেষে ঘুমোতে যাওয়ার আগে বলছেন, “আজকের মত চুরি শেষ”। এরপর তাঁর স্বপ্নে হীরাবেন সদৃশ এক চরিত্র এসে বলেন, “রাজনীতির জন্য মাকে ব্যবহার করছ! তমার এই নীচু স্তরের রাজনীতি বন্ধ কর”।