বারাণসীতে মেগা রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi)। আগামী কাল, মঙ্গলবার মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী। তার আগে আজ, সোমবার সন্ধ্যায় বারাণসীর অলিগলিতে রোড শো করছেন মোদী। প্রধানমন্ত্রীর পাশে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রোড শো শুরুর আগে সমাজ সংস্কারক মদনমোহন মালব্যের মূর্তিতে মাল্যদান করেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, রোড শো শেষের পর গঙ্গায় ডুব দেবেন মোদী। লোকসভা নির্বাচনের সপ্তম দফায় অর্থাৎ, ১ জুন বারাণসীতে ভোটগ্রহণ। মোদীর গাড়ির আগে গেরুয়া পোশাক পরে পদযাত্রা করছেন একদল মহিলা। তাদের নাম দেওয়া হচ্ছে – ‘মন্ত্রশক্তি’। কাশী বিশ্বনাথ ধাম পর্যন্ত এই রোড শোটি হবে। এটি সন্ত রবিদাস গেট, শিবলা, সোনারপুরা, জাঙ্গমবাড়ি এবং গোদাউলিয়া দিয়ে যাবে।
সূত্রের খবর, এদিন রাতে বিএলডব্লিউ গেস্ট হাউসে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশী বিশ্বনাথ ধাম থেকে গেস্ট হাউসে যাওয়ার পথে মোদীর কনভয় মাইদাগিন চৌরাহা, কবিরচৌরা, লাহুরাবির, তেলিয়াবাগ তিরাহা, চৌকাঘাট চৌরাহা, লাকড়ি মান্ডি, ক্যান্ট ওভারব্রিজ, লাহারতারা চৌরাহা, মান্ডুওয়াদিহ চৌরাহা এবং কাকারমাট্টা ওভারব্রিজ হয়ে যাবে।
Mamata Banerjee: শুভেন্দুর খাসতালুকে এর আগে যা করেননি কোনও মুখ্যমন্ত্রী, লক্ষ্মীবারে তাই করবেন মমতা!
বিজেপি সূত্রে জানা গিয়েছে, মারাঠি, গুজরাতি, বাঙালি, মহেশ্বরী, মারোওয়ারি, তামিল, পঞ্জাবি সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকের ১১টি জোনের ১০০টি পয়েন্ট থেকে প্রধানমন্ত্রী স্বাগত জানাবেন। ঢোল ও ডমরু বাজিয়ে তাঁকে অভিবাদন জানানো হবে। বাবা বিশ্বনাথকে দর্শন করবেন তিনি। যাত্রা পথে বারাণসীর বিখ্যায় ব্যক্তিদের কাটআউট লাগানো হয়েছে।
Kashi is special… The warmth and affection of the people here is unbelievable! 🙏 https://t.co/Al6lu5mOJI
— Narendra Modi (@narendramodi) May 13, 2024
Indian Railways: ট্রেনে তো চড়েন, জানেন কোচের গায়ে থাকা ডোরাকাটা দাগের অর্থ?
লোকসভা নির্বাচনের সপ্তম দফায় অর্থাৎ, ১ জুন বারাণসীতে ভোটগ্রহণ। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের টিকিটে ভোটে লড়ছেন অজয় রাঈ। প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে তিন দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। আজ, ১৩ মে চতুর্থ দফার ভোট হচ্ছে।
পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।