লোকসভা ভোট প্রায় দোরগোড়ায় হাজির। সেই কারণে প্রধানমন্ত্রী মোদী (PM Modi) আজ শনিবার ৯ মার্চ ঝটিকা সফরে যাচ্ছেন বহু জায়গায় । প্রধানমন্ত্রী শনিবার ৯ মার্চ আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে যাচ্ছেন। দু’দিনের সফরে শুক্রবার ৮ মার্চ সন্ধ্যায় অসম ও অরুণাচল প্রদেশে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেজপুরে তাঁকে স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এখান থেকেই কাজিরাঙা জাতীয় উদ্যানে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এসময় গোটা রুটে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। শুক্রবার কাজিরাঙায় রাত্রিযাপনের পর শনিবার সকালে কাজিরাঙা ন্যাশনাল পার্কে হাতি ও জিপ সাফারি উপভোগ করলেন নমো ।তার কর্মসূচী শুরু হয় আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক পরিদর্শনের মাধ্যমে।এরপর ক্রমে তিনি ইটানগরে ২০ টি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহন করেবেন । বহু প্রতীক্ষিত এবং বিশ্বের দীর্ঘতম টানেল জাতির উদ্দেশে উত্সর্গ করবেন যা ১৩০০০ ফুট (সেলা পাস) তৈরি করা হয়েছে। অরুণাচল প্রদেশের পশ্চিম কামিং ও তাওয়াং জেলাকে যুক্ত করবে দুই লেনের এই সুড়ঙ্গ। এটিই এলএসি-তে পৌঁছানোর একমাত্র উপায়।
শনিবার ৯ মার্চ সন্ধ্যায় উত্তরবঙ্গের শিলিগুড়ি পৌঁছবেন প্রধানমন্ত্রী । সেখানে সন্ধ্যায় জনসভা হবে। বিজেপির এই সমাবেশ সফল করার জন্য সব রকমের প্রচেষ্টা চালাচ্ছে দল। বর্তমানে উত্তরবঙ্গকে বিজেপির শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। এই জনসভার মাধ্যমে উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনে ভোটারদের আত্মবিশ্বাস এবং মনোবল বাড়াতে সাহায্য করবেন খোদ প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত ৫ লক্ষ ৫০ হাজার আবাসন ইউনিটের গৃহপ্রবেশের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন মোদী।