PM Modi Meditation: ধ্যানমগ্ন ‘মৌনীবাবা’ ভাঙলেন ব্রত! কী বললেন মোদী?

   প্রধানমন্ত্রী মোদী টানা ৪৫ ঘণ্টার নির্বাক ব্রত নিয়ে কন্যাকুমারীতে ধ্যান (PM Modi Meditation) করছেন। তবে তিনি ব্রত ভেঙে সরব হয়েছেন বলে সমাজিক মাধ্যমে কটাক্ষ।…

  

প্রধানমন্ত্রী মোদী টানা ৪৫ ঘণ্টার নির্বাক ব্রত নিয়ে কন্যাকুমারীতে ধ্যান (PM Modi Meditation) করছেন। তবে তিনি ব্রত ভেঙে সরব হয়েছেন বলে সমাজিক মাধ্যমে কটাক্ষ। লোকসভা নির্বাচনের শেষ পর্ব অর্থাত সপ্তম দফা ভোটের দিন কন্যাকুমারীতে মেডিটেশন রুমে নীরব মোদীর তরফে এক্স বার্তা পেলেন দেশবাসী। তিনি একাধিক ভাষায় বার্তা দিয়েছেন।

এক্সে মোদীর বার্তা “আজ লোকসভা নির্বাচন 2024- এর শেষ পর্ব। ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের  ৫৭ টি আসনের যে নির্বাচন এই পর্যায়ে হচ্ছে , সেখানে ভোটারদের বিপুল সংখ্যায় এগিয়ে এসে ভোটদানের আহ্বান  জানাচ্ছে। নবীন ও মহিলা ভোটদাতারা রেকর্ড সংখ্যায় তাঁদের মতাধিকার প্রয়োগ করবেন বলেই আমার আশা। আসুন সবাই মিলে , আমাদের গণতন্ত্রকে আরো প্রাণবন্ত  এবং অংশভাক্ করে তুলি।”

   

এরপরই বিতর্ক তুঙ্গে। সামাজিক মাধ্যমেই প্রশ্ন, কী করে ধ্যানমগ্ন মৌনীবাবা মোদী এক্স বার্তা দেন? নেটিজেন মহলের প্রশ্ন, মোদীর তরফে কে বার্তা দিলেন? আরও প্রশ্ন, ধ্যানে নীরব মোদী কি আসলেই ধ্যান করছেন। অভিযোগের জবাবে বিজেপি সমর্থকরা সংবাদমাধ্যমে প্রকাশিত মোদীর ধ্যানের ছবি দিচ্ছেন। এরপরও প্রশ্ন, মোদীর ধ্যানস্থলে ক্যামেরা উপস্থিতি নিয়ে। নেটিজেন মহলের কটাক্ষ এত ক্যামেরা নিয়ে মোদী কি ধ্যানের শুটিং করছেন?

পিটিআই জানাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ধ্যানের ভঙ্গিতে বসেন।  প্রধানমন্ত্রী মোদীর ধ্যান চলবে ৪৫ ঘণ্টা। এই সময় তিনি খাবারও গ্রহণ করবেন না।কঠোর ধ্যানের সময় প্রধানমন্ত্রী প্রয়োজনে  শুধু তরল খাদ্য গ্রহণ করছেন। ১ জুন ধ্যানের পর প্রধানমন্ত্রী মোদী সাধু তিরুভাল্লুর মূর্তি পরিদর্শন করবেন।

ANI জানাচ্ছে প্রধানমন্ত্রী মোদীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তার জন্য প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি ভারতীয় কোস্টগার্ড ও ভারতীয় নৌবাহিনীর কড়া নজরদারি  রয়েছে।