রাহুলকে খোঁচা দিয়ে কৃষকের ব্যঙ্গ! হেসে খুন খোদ মোদী

বাঁসওয়ারা: রাজস্থানের বাঁসওয়ারার এক কৃষকের মন্তব্যে হেসে খুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ‘প্রধানমন্ত্রী কিসান উর্জা সুরক্ষা এভম উন্নয়ন মহাভিযান’ (PM-KUSUM) প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতার…

PM Modi Farmer Joke

বাঁসওয়ারা: রাজস্থানের বাঁসওয়ারার এক কৃষকের মন্তব্যে হেসে খুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ‘প্রধানমন্ত্রী কিসান উর্জা সুরক্ষা এভম উন্নয়ন মহাভিযান’ (PM-KUSUM) প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতার সময় ওই কৃষক কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বহুচর্চিত “আলু থেকে সোনা” মন্তব্যকে ইঙ্গিত করে মজার ছলে বললেন, “মানুষ বলেছিল আলু থেকে সোনা হবে। আলু থেকে সোনা হয়নি, কিন্তু আমাদের জমি থেকে আপনারা সোনা অবশ্যই দিয়ে দিয়েছেন।”

কৃষকের এই ব্যঙ্গাত্মক মন্তব্যে সভাস্থলে হাসির রোল পড়ে যায়। নিজেও হেসে ফেলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, রাহুল গান্ধীর ২০১৭ সালের একটি ভাষণেই “আলু থেকে সোনা বানানোর যন্ত্র” প্রসঙ্গটি উঠে আসে, যা পরবর্তীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

   

সবুজ শক্তির পথে কৃষকের সাফল্য

আলাপচারিতায় বাঁসওয়ারার কৃষকদের প্রশংসায় পঞ্চমুখ হন মোদী। তিনি বলেন, “সূর্যের আলো দিয়ে কৃষকরা তাদের ক্ষেতের ভাগ্য বদলে দিয়েছেন।” তাঁর দাবি, PM-KUSUM প্রকল্প কৃষকদের আর শুধু খাদ্য উৎপাদক রাখছে না, বরং শক্তি উৎপাদনেও ভূমিকা রাখার সুযোগ করে দিচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করে কৃষকরা আয় বাড়াতে সক্ষম হচ্ছেন।

৪২ হাজার কোটি টাকার পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প PM Modi Farmer Joke

একই দিনে বাঁসওয়ারায় ৪২ হাজার কোটি টাকা ব্যয়ে একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। জনসভা থেকে তিনি তীব্র আক্রমণ শানান কংগ্রেসের বিদ্যুৎনীতি নিয়ে।

Advertisements

মোদীর অভিযোগ, “২০১৪-র আগে দেশে আড়াই কোটি পরিবার বিদ্যুৎহীন ছিল। স্বাধীনতার ৭০ বছর পরও ১৮ হাজার গ্রামে বিদ্যুতের খুঁটি পর্যন্ত বসানো হয়নি। কংগ্রেস বিদ্যুতের গুরুত্ব বোঝেনি।”

তিনি আরও বলেন, কংগ্রেস আমলে গ্রামে দিনে চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া বড় ব্যাপার হিসেবে গণ্য হতো। সেই সীমাবদ্ধতার কারণে নতুন শিল্প গড়ে তোলা সম্ভব হয়নি। বিজেপি সরকার ক্ষমতায় এসে প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে এবং গ্রামীণ জীবনে বদল এনেছে।

“উন্নয়নের শর্ত বিদ্যুত উৎপাদন”

প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, “একবিংশ শতকে যে কোনও দেশ দ্রুত উন্নতি করতে চাইলে বিদ্যুত উৎপাদন বাড়ানোই হবে প্রথম শর্ত।”

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News