INS বিক্রান্তে মোদী, নৌসেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন মোদীর

PM Modi Diwali INS Vikrant

নয়াদিল্লি: দেশের সশস্ত্র বাহিনীর কর্মীদের সঙ্গে দীপাবলি পালনের ঐতিহ্য বজায় রেখে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ভারতীয় নৌবাহিনীর জওয়ানদের সঙ্গে আলোর উৎসব কাটালেন। তিনি দীপাবলি উপলক্ষে গোয়া এবং কারওয়ার উপকূলের কাছে আইএনএস বিক্রান্ত (INS Vikrant)-এ পৌঁছান৷ 

Advertisements

প্রধানমন্ত্রীর এই সফরকে ‘স্মরণীয়’ আখ্যা দিয়ে তিনি বলেন, ভারতীয় নৌবাহিনীর সাহসী সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পারা তার সৌভাগ্য।

দীপাবলির শুভেচ্ছা

নৌবাহিনীর কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকেও দীপাবলির শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আজ একদিকে আমার সামনে অসীম দিগন্ত, অসীম আকাশ, আর অন্যদিকে এই দৈত্যাকার জাহাজ, আইএনএস বিক্রান্ত, যা অসীম শক্তিকে মূর্ত করছে। সমুদ্রের জলের উপর সূর্যের আলোর ঝলক যেন আমাদের সাহসী সৈন্যদের জ্বালানো দীপাবলির প্রদীপ।”

অপারেশন সিঁদুর ও জওয়ানদের দেশপ্রেম PM Modi Diwali INS Vikrant

ভাষণে প্রধানমন্ত্রী মোদী ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর সাফল্যের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নৌবাহিনী, বিমানবাহিনী এবং স্থলসেনার মধ্যে সুসমন্বয় (synergy) পাকিস্তানকে দ্রুত আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল।

Advertisements

গতকাল রাতে আইএনএস বিক্রান্ত-এ কাটানো অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “গতকাল আইএনএস বিক্রান্ত-এ কাটানো রাত ভাষায় প্রকাশ করা কঠিন। আপনাদের মধ্যে যে বিপুল শক্তি এবং উৎসাহ দেখেছি, তা অভাবনীয়। গতকাল যখন দেখলাম আপনারা দেশাত্মবোধক গান গাইছিলেন, এবং আপনাদের গানে যেভাবে অপারেশন সিঁদুরের কথা তুলে ধরছিলেন, রণক্ষেত্রে দাঁড়িয়ে একজন জওয়ান যে অভিজ্ঞতা লাভ করেন, তা কোনো শব্দই সম্পূর্ণরূপে তুলে ধরতে পারে না।”

দীপাবলির দিনে দেশের সুরক্ষার দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গে সময় কাটানো প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের প্রথা। এর মাধ্যমে তিনি দেশের সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সংহতি প্রকাশ করেন।