Sunday, December 7, 2025
HomeBharatছটের গানে প্রধানমন্ত্রী মোদীর নাম, বিহারের মহিলার ভিডিও ভাইরাল

ছটের গানে প্রধানমন্ত্রী মোদীর নাম, বিহারের মহিলার ভিডিও ভাইরাল

- Advertisement -

ছট্ উৎসবের ঠিক আগে বিহারের এক মহিলা ভক্ত ছট্-সংগীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আবেগঘন প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী নিজে। এক্স (X)-এ পোস্ট করে তিনি লেখেন, “প্রকৃতি ও সংস্কৃতির প্রতি নিবেদিত মহান উৎসব ছট্ আসন্ন। বিহারসহ দেশজুড়ে ভক্তরা পূর্ণ নিষ্ঠা ও আনন্দে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।”

ছটী মাইয়ার গান শেয়ার করার আহ্বান মোদীর:

ছট্ গানের সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, “ছটী মাইয়ার গান এই পবিত্র উৎসবের মহিমা আরও বৃদ্ধি করে। দেশের মানুষ যেন তাঁদের প্রিয় ছট্-সংগীত আমার সঙ্গে শেয়ার করেন—আমি আগামী কয়েক দিনে সেগুলো দেশবাসীর কাছে পৌঁছে দেব।”

   

আরেক পোস্টে তিনি ছট্-কে প্রকৃতি ও সংস্কৃতির পবিত্র সংযোগ হিসেবে উল্লেখ করে লেখেন, “ছট্ শুদ্ধতার উৎসব। আপনারা আপনাদের প্রিয় গান পাঠান, আমি তা আমার সামাজিক মাধ্যমগুলোতে শেয়ার করবো।” তাঁর এই আহ্বানে ভক্তদের মধ্যে উৎসবের উচ্ছ্বাস আরও বাড়তে শুরু করেছে।

চার দিনব্যাপী ছট্ পূজা: আচার, ভক্তি ও শুদ্ধতার পালা: PM Modi Chhathi Maiya Geet

এ বছর ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পালিত হবে চার দিনব্যাপী ছট্ উৎসব।
এই উৎসবের চারটি প্রধান পর্ব—
নহায়-খায় (চতুর্থী): শুদ্ধ উপবাসের সূচনা
খর্না (পঞ্চমী): উপবাসের ব্রত দৃঢ় করার আচার
ছট্ পূজা (ষষ্ঠী): সূর্যাস্তে অর্ঘ্য
উষা অর্ঘ্য (সপ্তমী): সূর্যোদয়ের অর্ঘ্য দিয়ে সমাপ্তি

ভক্তরা উপবাস, স্নান, আর সূর্যোদয়-সূর্যাস্তে অর্ঘ্য প্রদানের মাধ্যমে সূর্য দেবতা ও ছটী মাইয়ার প্রতি কৃতজ্ঞতা জানান—যিনি জীবনের ধারাকে বহমান রাখার শক্তির প্রতীক।

বিহার থেকে বিশ্বব্যাপী—ছটের ঐতিহ্যে একসূত্রে মানুষ:

বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ এবং নেপালের বহু অঞ্চলে ছট্ একটি আবেগের উৎসব। প্রবাসী ভারতীয়রাও বিশ্বের বিভিন্ন দেশে ঠিক একই আচার-অনুষ্ঠানে এই দিনগুলো পালন করেন।

উৎসবযাত্রা নির্বিঘ্নে নিশ্চিত করতে রেলের নজরদারি:

এদিকে ছট্-যাত্রার চাপ সামলাতে রেল মন্ত্রণালয় বিশেষ প্রস্তুতি নিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল ভবনের ওয়ার রুমে পর্যালোচনা বৈঠক করে যাত্রী নিরাপত্তা ও আরামের বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular