J&K: উপত্যকায় পরপর জঙ্গি হানা, এবার হাইভোল্টেজ বৈঠকে মোদী

বিগত ৩ দিনে পরপর জঙ্গি হামলায় কেঁপে উঠেছে কাশ্মীর (J&K) ঘাঁটি। নতুন সরকার গঠন হওয়ার পর জম্মু ও কাশ্মীরে এহেন বারবার জঙ্গি হানার ঘটনাকে মোটেই…

J&K: উপত্যকায় পরপর জঙ্গি হানা, এবার হাইভোল্টেজ বৈঠকে মোদী

বিগত ৩ দিনে পরপর জঙ্গি হামলায় কেঁপে উঠেছে কাশ্মীর (J&K) ঘাঁটি। নতুন সরকার গঠন হওয়ার পর জম্মু ও কাশ্মীরে এহেন বারবার জঙ্গি হানার ঘটনাকে মোটেই ভালো চোখে দেখছে না কেউ। এহেন অবস্থায় এবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসল মোদী সরকার বলে সূত্রের খবর।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী এনএসএ এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনা করেছেন। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। সেইসঙ্গে সন্ত্রাস মোকাবিলায় যে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে, সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী তাদের সন্ত্রাস মোকাবিলায় যা করার তাই করতে বলেছেন।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন ও সন্ত্রাস দমন অভিযান নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট মনোজ সিনহার সঙ্গেও কথা বলেছেন এবং জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গি হামলা হয়েছে। গত চারদিনে রিয়াসি, কাঠুয়া ও ডোডা জেলার চারটি জায়গায় হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে ১০ জন পুণ্যার্থী মারা যান। এদিকে শহীদ হয়েছেন এক সিআরপিএফ জওয়ানও। এ ছাড়া সাত নিরাপত্তাকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হচ্ছে। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, ৭২ ঘণ্টার ব্যবধানে তিনটি হামলা এটি একটি সুচিন্তিত কৌশল।

Advertisements

পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে নতুন করে অনুপ্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সীমান্তে সংঘর্ষবিরতি কার্যকর থাকলেও জম্মু-কাশ্মীরে ঢুকে পড়ছে পাক জঙ্গি সংগঠনের সদস্যরা।