Ram Mandir: বর্তমানে চলছে রাম মন্দিরের ভিতরে প্রাণ প্রতিষ্ঠার পুজো। প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হলে এর মধ্য দিয়ে রামভক্তদের দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষার অবসান হবে। প্রাণ প্রতিস্থা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী যোগী সহ দেশের সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। সাধু ও বিশিষ্ট ব্যক্তিত্ব সহ সাত হাজারেরও বেশি লোকের সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি। অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহ চেন্নাই থেকে আনা সুগন্ধি ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে।
গর্ভগৃহে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পাতিল।
#WATCH अयोध्या: प्रधानमंत्री नरेंद्र मोदी श्री राम जन्मभूमि मंदिर में अनुष्ठान कर रहे हैं।
#RamMandirPranPrathistha pic.twitter.com/1vRziqwmOj— ANI_HindiNews (@AHindinews) January 22, 2024
রামলালার আসল মূর্তিকে গর্ভগৃহে আনা ও প্রাণ প্রতিষ্ঠার আগে রীতি মেনে পুজোয় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশে বসে্ন আরএসএস প্রধান মোহন ভাগবত। বর্তমানে চলছে রাম মন্দিরের ভিতরে প্রাণ প্রতিষ্ঠার পুজো। সেই মুহূর্তেই আকাশ থেকে করা হয় পুষ্পবৃষ্টি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অযোধ্যার শ্রী রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। রয়েছেন দেশের বিভিন্ন আধ্যাত্মিক ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিবর্গ। জনজাতি সহ সমাজের সর্বস্তরের মানুষ যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান উপলক্ষ্যে সমবেত মানুষের উদ্দেশে বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী। শ্রী রাম জন্মভূমি মন্দিরের নির্মাণকাজের সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষের সঙ্গেও শ্রী মোদী আজ আলাপচারিতায় অংশ নেবেন। ভগবান শিবের প্রাচীন মন্দিরটি যেখানে পুনরুদ্ধার করা হয়, সেই কুবের টিলা পরিদর্শন করার পাশাপাশি, মন্দিরে পূজার্চনাও করবেন প্রধানমন্ত্রী।