রামমন্দির সম্পূর্ণ! ধ্বজা ওড়াবেন খোদ প্রধানমন্ত্রী মোদী, কিন্তু কবে?

অযোধ্যা: অযোধ্যার রামমন্দিরে সম্পূর্ণতার পথে এক ঐতিহাসিক মুহূর্ত। আগামী ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে মন্দিরের মূল গর্ভগৃহের শিখরে পতাকা উত্তোলন করবেন। শ্রী রাম জন্মভূমি…

PM Modi Ayodhya Ram Mandir Flag Hoisting

অযোধ্যা: অযোধ্যার রামমন্দিরে সম্পূর্ণতার পথে এক ঐতিহাসিক মুহূর্ত। আগামী ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে মন্দিরের মূল গর্ভগৃহের শিখরে পতাকা উত্তোলন করবেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের এই বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে মন্দির নির্মাণের প্রতীকী সমাপ্তি ঘোষণা করা হবে।

Advertisements

প্রধানমন্ত্রীর হাতে ধ্বজারোহণ

ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী “নীতিগতভাবে তারিখটি মেনে নিয়েছেন” এবং তাঁর উপস্থিতি ঘিরে প্রস্তুতি জোরকদমে চলছে। তাঁর কথায়, “প্রধানমন্ত্রীর হাতে ধ্বজারোহণের মধ্য দিয়ে মন্দির ও তার পরিকাঠামো সম্পূর্ণভাবে ভক্তদের জন্য উন্মুক্ত বলে প্রতীকী ঘোষণা করা হবে।”

বিজ্ঞাপন

২০২২ সালে ভূমিতল নির্মাণ সম্পন্ন হওয়ার পর, ২০২৪ সালের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দিরের প্রথম অধ্যায় শেষ হয়। বর্তমানে গর্ভগৃহ এবং প্রথম তলার কাজ সম্পূর্ণ, যেখানে রামপরিবারের বিগ্রহ স্থাপন করা হয়েছে। মন্দিরের দ্বিতীয় তলা গড়ে তোলা হচ্ছে এক ‘আধ্যাত্মিক আর্কাইভ’ হিসেবে—যেখানে একাধিক ভাষায় সংরক্ষিত থাকবে রামায়ণ ও সংশ্লিষ্ট শাস্ত্রের বিরল সংস্করণ।

১৪টি উপমন্দিরের নির্মাণও শেষ PM Modi Ayodhya Ram Mandir Flag Hoisting

মিশ্র জানিয়েছেন, প্রধান মন্দিরের পাশাপাশি বিশাল কমপ্লেক্সের মধ্যে ১৪টি উপমন্দিরের নির্মাণও শেষ হয়েছে। পারকোটা (বহিঃপ্রাচীর) ও পরিক্রমা প্রাঙ্গণ সম্পূর্ণ প্রস্তুত এবং শিগগিরই তা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।

মন্দির খুলে যাওয়ার পর থেকেই প্রায় ৭ কোটি ভক্ত অযোধ্যায় দর্শনে এসেছেন, যা এই তীর্থক্ষেত্রের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গুরুত্বকে আরও একবার দৃঢ়ভাবে সামনে এনেছে।

আগামী ২৫ নভেম্বরের অনুষ্ঠান তাই শুধু একটি ধর্মীয় পর্ব নয়, বরং ভারতের ইতিহাসে বিশ্বাস, ঐক্য ও আত্মপরিচয়ের এক পরম প্রতীকী দিন হয়ে উঠতে চলেছে।