নতমস্তকে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! কেন?

দেশজুড়ে হইচই। রাজ্য়ে ভোটের আগে দেবতার মূর্তি ঘিরে বড় বিপর্যয়। ছ্যা ছ্যা রব। এসেবর মধ্যেই ক্ষমাপ্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন তিনি অত্যন্ত ব্যথিত। হঠাৎ কী…

দেশজুড়ে হইচই। রাজ্য়ে ভোটের আগে দেবতার মূর্তি ঘিরে বড় বিপর্যয়। ছ্যা ছ্যা রব। এসেবর মধ্যেই ক্ষমাপ্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন তিনি অত্যন্ত ব্যথিত। হঠাৎ কী কারণে ক্ষমা চাইলেন ৫৬ ইঞ্চি ছাতির মোদী?

গতবছর ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজী মহারাজের একটা মূর্তির উদ্বোধন করেছিলেন। নৌ বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে সেই মূর্তির আবরণ উন্মোচন করা হয়েছিল। চলতি মাসের ২৬ তারিখ সেই শিবাজী মূর্তি ভেঙে পড়ে যায়। এরপর দেশ জুড়ে একেবারে হইচই কাণ্ড। সেই মূর্তি ভেহে পড়াতেই দুঃখপ্রকাশ করে নতমস্তকে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার পালঘরে ৭৪ হাজার কোটি টাকার বাঁধন বন্দর প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘২০১৩ সালে বিজেপি আমায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছিল। আর যে প্রথম কাজটা আমি করেছিলামতা হল, ছত্রপতি শিবাজি মহারাজের সমাধিতে আমি ভক্ত হিসাবে বসেছিলাম রায়গড়ে ও একটা নতুন জার্নি শুরু করেছিলাম। আমার ও আমার সহকর্মীদের কাছে ছত্রপতি শিবাজী মহারাজ কেবলমাত্র একটি নাম নয়, তিনি আমাদের কাছে ভগবান। আমি ছত্রপতি শিবাজী মহারাজের পায়ের নীচে নতমস্তকে ক্ষমা চাইছি।’

মুখে বলেই বুক করুন রেলের টিকিট, সহজে পেমেন্ট করতে নয়া উদ্যোগ নিল IRCTC

প্রধানমন্ত্রীর সংযোজন, ‘যারা ছত্রপতি শিবাজি মহারাজকে তাদের দেবতা বলে মনে করেন এবং গভীরভাবে আহত হয়েছেন, আমি মাথা নত করে তাদের কাছে ক্ষমা চাই। আমাদের মূল্যবোধ আলাদা। আমাদের জন্য, আমাদের দেবতার চেয়ে বড় কিছুই নয়।’

Advertisements

মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্রপতি শিবাজী মহারাজের ৩৫ ফুট উচ্চতার বিশাল মূর্তির উদ্বোধন করেছিলেন।কিন্তু মাস কয়েক পেরতেই ভেঙে পড়ে সেই মূর্তি। গোটা মূর্তিটাই ভেঙে তছনছ হয়ে যায়। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে যে, কেন এভাবে গোটা মূর্তিটাই ভেঙে পড়ল? প্রশ্ন উঠতে থাকে এই মূর্তিটি তৈরি করেছিল কারা?

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সম্প্রতি জানিয়েছেন যে, সিন্ধুদুর্গ জেলায় মারাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজের যে মূর্তি ভেঙে পড়েছিল, সেটা রাজ্য সরকার তৈরি করেনি। মূর্তি নির্মাণ করেছিল ভারতীয় নৌবাহিনী। তাঁর দাবি, রাজ্যে তাঁর দলের সরকার যোদ্ধা রাজার আরও বড় মূর্তি তৈরি করবে। মবারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর বলেছেন, ‘মূর্তি নির্মাণের বিষয়টি রাজ্য সরকার নয়, নৌবাহিনী তদারকি করেছিল। মূর্তিটি তৈরি ও স্থাপনের জন্য দায়ী ব্যক্তিরা সম্ভবত গুরুত্বপূর্ণ স্থানীয় কারণগুলি যেমন উচ্চ বাতাসের গতি এবং ব্যবহৃত লোহার গুণমানকে উপেক্ষা করেছিলেন। সমুদ্রের বাতাসের সংস্পর্শে আসার কারণে মূর্তিটিতে আরও মরিচা পড়ার প্রবণতা থাকতে পারে।’

মহারাষ্ট্রে শিবাজি মহারাজকে নিয়ে আলাদা আবেগ রয়েছে। এভাবে তাঁর মূর্তি ভেঙে পড়ার ঘটনায় সেই ভাবাবেগে আঘাত লেগেছে বলে মনে করা হচ্ছে। তাও ভোটের আগে ই ঘটনায় শোরগোল পড়েছে।