আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে জাপানের প্রাক্তন ও দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী শিনজো আবের। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একের পর এক ট্যুইটে তিনি তাঁর কাছের বন্ধু শিন জো আবের স্মৃতিচারণা করেছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল শনিবার ভারতে রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেছেন।
যে হাসপাতালে আবের চিকিৎসা চলছিল সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর বিকেল ৫টা ০৩ মিনিটে (০৮০৩ জিএমটি) তিনি মারা যান। একজন চিকিৎসক বলেছেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী দুটি গভীর ক্ষত ছিল শরীরে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘাড়ের ডান দিকের ক্ষত যথেষ্ট গভীর ছিল।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকবাজ নারার বাসিন্দা। তেতসুইয়া ইয়ামাগামি ২০০৫ সাল পর্যন্ত তিন বছর জাপানের সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন।
As a mark of our deepest respect for former Prime Minister Abe Shinzo, a one day national mourning shall be observed on 9 July 2022.
— Narendra Modi (@narendramodi) July 8, 2022