BJP: ২২-এর রায়ই ঠিক করে দিল ২০২৪-এ কী হবে

উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে বিপুল ভোটে পেয়ে জয়লাভ করেছে বিজেপি। লোকসভা ভোটের আগে ৪ রাজ্যে গেরুয়া শিবিরের এহেন জয় যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশিষ্ট…

short-samachar

উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে বিপুল ভোটে পেয়ে জয়লাভ করেছে বিজেপি। লোকসভা ভোটের আগে ৪ রাজ্যে গেরুয়া শিবিরের এহেন জয় যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশিষ্ট মহল।

   

এদিকে বৃহস্পতিবার দিল্লির বিজেপির সদর দফতরে দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তাঁরা বলেছিলেন ১০ মার্চ থেকে হোলি শুরু হবে। আমি সমস্ত রাজ্যের সেই সমস্ত দলীয় কর্মীদের ধন্যবাদ ও প্রশংসা করি যারা এটি সম্ভব করেছেন। ৪ রাজ্যের ফলাফল ঠিক করে দিল ২০২৪ এ কী ঘটতে চলেছে দেশে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘পরিবার তন্ত্র গোটা দেশকে শেষ করে দিয়েছিল। এবার পরিবারতন্ত্র আস্তাচলে যাবে। দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হলেই ওরা বিরোধিতা করে। ধর্মের নাম দেয় বিরোধীরা। স্বাধীন সংস্থা পদক্ষেপ করলে চাপ তৈরির চেষ্টা চলে।’