সন্ত্রাসে আর ছাড় নয়, প্রত্যাঘাত হবে প্রবল: হুঁশিয়ারি মোদীর

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে টানা ১০০ ঘণ্টার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার লড়াইয়ের পর, পঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছে সাহসী ভারতীয় জওয়ানদের সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

pm modi adampur airbase visit

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে টানা ১০০ ঘণ্টার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার লড়াইয়ের পর, পঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছে সাহসী ভারতীয় জওয়ানদের সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাঁদের কৃতিত্বে গর্ব প্রকাশ করাই নয়, এই সফরের মাধ্যমে পাকিস্তানের সেই দাবি স্পষ্টভাবে খণ্ডন করলেন তিনি, যেখানে ইসলামাবাদ বলেছিল—আদমপুর ঘাঁটি এবং ভারতের অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।

স্পষ্ট ও আক্রমণাত্মক মন্তব্য

প্রধানমন্ত্রীর মন্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট ও আক্রমণাত্মক। তিনি বলেন, “ভারতের সেনাবাহিনী পাকিস্তানের সামরিক শক্তিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আজ ওদের ঘুম উড়ে গেছে। যারা সন্ত্রাস ছড়াতে চেয়েছিল, তাদের গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যুদ্ধে জয় কেবল অস্ত্রের নয়, মনোবলেরও। আর সেটাই আপনারা প্রমাণ করেছেন।”

   

তিনি আরও বলেন, “আমি আজ এখানে এসেছি আশীর্বাদ নিতে। আপনারা শুধু দেশের গর্ব নন, ভবিষ্যৎ প্রজন্মেরও অনুপ্রেরণা। আপনারা ইতিহাস লিখেছেন—এই ভূমিতে, এই আকাশে।”

প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন বারবার ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ঘাঁটি। তিনি সেনাদের উদ্দেশে বলেন, “সন্ত্রাসবাদীরা সাহস করে আমাদের দিকে আসার চেষ্টা করেছিল। কিন্তু আপনারা তাঁদের মুখোমুখি হয়ে আঘাত হেনেছেন। ১০০ জন সন্ত্রাসবাদীকে নির্মূল করা হয়েছে। আজ তারা বুঝেছে, ভারতের সীমান্তে আগুন নিয়ে খেলতে গেলে পরিণতি হবে ভয়ঙ্কর ধ্বংস।”

কৌশলগত বার্তা ও রাজনৈতিক প্রতিক্রিয়া pm modi adampur airbase visit

বিশ্লেষকদের মতে, আদমপুরে প্রধানমন্ত্রীর উপস্থিতি একধরনের কৌশলগত বার্তা—ঘাঁটি ধ্বংসের পাকিস্তানি দাবি যে ভিত্তিহীন, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া।

আদমপুর এয়ারবেস দেশের একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ঘাঁটি। এখান থেকেই উত্তর ভারতের আকাশসীমা রক্ষা করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ভারতীয় বায়ুসেনা। এস-৪০০ সিস্টেম এখানেই মোতায়েন রয়েছে বলে জানা যায়, যা রাশিয়া থেকে সংগৃহীত ভারতের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

Advertisements

সেনাদের মনোবল বৃদ্ধিতে বার্তা

প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য ছিল সেনাদের কৃতিত্বকে সামনে এনে তাঁদের মনোবল আরও বাড়ানো। পাকিস্তানের সাম্প্রতিক হামলা এবং ভারতের পাল্টা জবাবের প্রেক্ষিতে এই সফরকে অনেকে ‘মরাল বুস্টার’ হিসেবেই দেখছেন।

পাকিস্তানের হামলার পর ভারতের পাল্টা আঘাতে বিশ্বমঞ্চে যে শক্তিশালী বার্তা গিয়েছে, আদমপুর সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী সেটিকে আরও জোরালো করলেন। কূটনৈতিক, সামরিক ও রাজনৈতিক—তিন দিক থেকেই এই সফরের তাৎপর্য অপরিসীম।

এটি শুধু একটি বিমানঘাঁটিতে কৃতজ্ঞতা জ্ঞাপনের সফর নয়, এটি ভারতের প্রতিরক্ষা নীতির দৃঢ়তা ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।

Bharat: PM Modi’s Adampur Airbase visit sends a strategic message, debunking Pakistan’s claims of destruction. He praises Indian soldiers after 100-hour conflict, highlighting their morale and victory. Analysts note the visit emphasizes Adampur’s strategic importance and S-400 deployment.