ভুটান থেকে ফিরে দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: দু-দিনের ভুটান সফর সেরে বুধবার দিল্লির লোক নায়ক হাসপাতালে বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার সন্ধ্যায় লাল কেল্লার অনতিদূরে ভয়াবহ বিস্ফোরণে (Delhi Blast) সরকারি মতে মৃতের সংখ্যা ১০, আহত ২০-র বেশি। এদিন কড়া নিরাপত্তায় মোড়া হাসপাতালে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন মোদী।

Advertisements

আহতদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী, বলে হাসপাতাল সূত্রে খবর। তার পরেই এক্সে তিনি লেখেন, “LNJP হাসপাতালে দিল্লিতে বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। ষড়যন্ত্রের পেছনে যারা আছে তাদের বিচারের আওতায় আনা হবে!”

   

https://x.com/narendramodi/status/1988541418915172514

মোদীর ভুটান সফর নিয়ে বিরোধীদের তোপ

পহেল্গাম জঙ্গি হামলার পর ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের উপর যেকোনো সন্ত্রাসী হামলাকে ‘যুদ্ধ’ বা ‘অ্যাক্ট অব ওয়ার’ হিসেবে দেখবে ভারত বলে ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু সোমবার উচ্চ নিরাপত্তাবেষ্টিত লাল কেল্লার নাকের ডগায় ভয়াবহ বিস্ফোরণ এবং প্রাণনাশের পরেও ঘটনাকে সরাসরি ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে উল্লেখ করছে না কেন্দ্র সরকার।

Advertisements

তদন্তকারীদের মতে এর পেছনে জইশ যোগ থাকলেও বিস্ফোরণ কে ঘটিয়েছে এই নিয়ে মুখে কুলুপ কেন্দ্রের। সরকারি মতে বিস্ফোরণে মৃতের সংখ্যা ১০ বলা হলেও, আদপে সংখ্যা প্রায় তার দ্বিগুনেরও বেশি বলে মনে কড়া হচ্ছে। রাজধানীতে এত ভয়াবহ ঘটনা সত্ত্বেও পূর্ব নির্ধারিত ভুটান সফর বাতিল করেননি প্রধানমন্ত্রী। এই নিয়ে অবশ্য সুর চড়াতেও ছাড়েনি বিরোধীরা।

আপ নেতা সঞ্জয় সিংহ (Sanjay Singh) মোদীর ভুটান সফর নিয়ে কটাক্ষ করেন, “আগ লাগে হে বস্তি মে, মোদী আপনি মস্তি মে”। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের পুত্র তথা কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খারগে ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ব্যর্থ’ উল্লেখ করে তাঁর বরখাস্তের দাবী জানান।

বিরোধীদের মধ্যে ঘটনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সুর চড়ায় তৃণমূল। সরাসরি অমিত শাহের পদত্যাগের দাবী জানায় বাংলার শাসকদল। বিরোধীদের কটাক্ষের জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রি সুকান্ত মজুমদার পাল্টা আক্রমণ করেন। তিনি বলেন, এই শক্তির তাঁবেদাররাই বর্তমানে গলা ফাটাচ্ছেন।